1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
শুরু হয়ছে ধান কাটার ধুম,কৃষকের মুখে হাসি থাকলেও দাম নিয়ে শঙ্কা মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর

দূর্গাপুর ইউপি নির্বাচনে চাঞ্চল্যকর ফজল হোসেন হত্যা প্রসজ্ঞ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ বার

আমাদের সংবাদ প্রতিনিধি সংবাদ:

কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৩নং দক্ষিন দূর্গাপুর ইউনিয়ন পরিষদে গত ২৬শে ডিসেম্বর ২০২১ইং চেয়ারম্যান নির্বাচন শেষে ভোট গননার পরে সরকারী দলীয় প্রার্থির আমিনুল ইসলামের সমর্থক ফজল হোসেন (৪২) দূর্বৃত্তদের আক্রমনে সেই সন্ধায় চিকিৎসারত কুমিল্লা মেডিক্যালে মৃত্যু বরন করে। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসিদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে-নির্বাচন চলাকালিন সরকার দলীয় প্রার্থিরা ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্র সম্পুর্ন তাহারা নিয়ন্ত্রন করে।বিধায় কিছু কেন্দ্রে এলাকার ভোটারদের সাথে বির্ক্ষিপ্ত দাওয়া ও সংর্ঘষ সৃষ্টির কারনে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী লোকজন নির্বাচন সুষ্ঠ ও আইন সম্মত হয় নাই বলে দাবী করছে। উল্লেখ্য-উক্ত সকাল ৮.০০ঘটিকা থেকে নির্বাচন চলাকালিন সকল ভোট কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষকরা যায় নাই তবে বেলা বাড়ার পর কিছু ভোটার দেখা যায়। ফলে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থির পক্ষে সমর্থকরা দাবী করেন যে-এই নির্বাচন চলাকালিন কুমিল্লা ৬ আসনের সংসদ জনাব বাহাউদ্দিন বাহার অনৈতীক প্রভাবে বেশ কিছু প্রতিদন্দী প্রার্থীদের নির্বাচনের সকালেই ভোট কেন্দ্র থেকে ক্ষমতার জোরে সরিয়ে দেয় বিধায় বেশীর ভাগ ভোটার নিরাপত্তার কারনে অনুপস্থিত ছিল। উপরন্ত সরকার দলীয় উশৃঙ্খল কিছু যুবক ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থির এজেন্টেদের উপর হামলা ও আইন সংস্থার উপস্থিতিতে ভোট কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বলে দাবী করেছে। এই বিষয় প্রিসাইডিং অফিসার ও আইন সংস্থার কর্মকর্তাদের জিজ্ঞাসা বাদে তাহারা বিষয়টি নিছক অপপ্রচার বা মিথ্যা অভিযোগ বলে দাবী করেন।যাহারপর বিকালে ভোট গননার পর আমিনুল ইসলামকে নির্বাচনী ঘোষীত করার সাথে সাথে স্বতন্ত্র প্রার্থির সমর্থকরা নির্বাচন কেন্দ্র ঘেরাও করে নির্বাচনী চেয়ারম্যান ও সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিতে থাকলে উভয়ের মধ্যে দাওয়া পাল্টা থেকে ভয়াবহ সংঘর্ষ ও দাঙ্গায় রুপান্তরীত হয়। উক্ত দাঙ্গায় গোলাগুলি নিক্ষেপে উভয় পক্ষের ১২/১৪জন গুরুতর আহত হলে তাহাদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।কিন্তু মাথায় গুলি বিদ্ধ গুরুতর আহত ফজলের অবস্থার অবনতি ঘটলে সদর হাসপাতাল থেকে দ্রুত কুমিল্লা মেডিক্যালে স্থানান্তর করেন এবং চিকিৎসার কিছুক্ষন পর তাহার মৃত্যু ঘটে।এই অনাকাঙ্খিত হত্যাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজমান এবং সেই রাতে পুলিশ বাদী হয়ে স্বতন্ত্র সমর্থীত ১১জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ৫জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন এবং বাকি ৬জন পলাতকসহ সম্পৃত্ব অজ্ঞাতদের গ্রেফতার করতে আইন সংস্থা সর্বত্র চিরুনি সন্ধান চালাচ্ছে বলে জানাযায়।প্রতিনিধি থানার সাথে যোগাযোগে জানতে পারেন যে-স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের পক্ষে সমর্থকরা যথা গ্রেফতারকৃত ১। তোফাজ্জল হোসেন (৫০),পিং-মৃত আব্দুল ওহাব,সাং-ছোট আলমপুর বাসি, ২। মোঃ রাসেল (৩০),পিং- আব্দুল মতিন,সাং-রঙ্গপুর বাসি, ৩। কাউসার মিয়া (৪৪),পিং-হাজী ওসমান মিয়া, সাং- বলারামপুর বাসি,৪। আনিসুর রহমান (৩২),পিং-আক্তারুজ্জামান, সাং-খেতাসার বাসি, ৫। শামিম হাসান (২৩),পিং-ডাঃ এনামুল হাসান, সাং-হালিমানগর বাসি গং-বর্তমানে পুলিশ কাষ্টডিতে আছে এবং পলাতক ৭। আয়াত উল্লাহ(৪১),পিং-মৃত আব্দুল মান্নান,সাং-রঙ্গপুর বাসি,৮। সাইফুল ইসলাম (৩৫),পিং- শরাফত আলী,সাং-ঐ,৯ ।আলী ইমরান শফি (৩৬),পিং-আইউব আলী, সাং-ঐ,১০।এনামুল কবির(২৭), পিং-বাচ্চু মিয়া, সাং-বলারামপুর বাসি,১১। সরফুদ্দিন কাদের (৩৯),পিং-মৃত নজরুল কাদের,সাং-খেতাসার বাসি গং-সহ আরো ৭/৮জন অজ্ঞাতকে এই দাঙ্গাফসাদ ও হত্যার আসামি চিহ্নিত করা হয়েছে। পুলিশ দাবী করেন এই হত্যাকান্ডে আসামিদের দ্বারা ব্যবহৃত বেআইনি আগ্নে অস্ত্র ও বিভিন্ন ধারালো হাতিয়ার/আলামত জব্দ করতে সক্ষম হয়েছেন এবং ও/সি আসাবাদি যে বাকিদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় উপযুক্ত স্বাস্থ্যি প্রদানে সক্ষম হবেন। মামলার আইনি কার্যক্রম চলমান আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com