বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ আগষ্ট ২৩) সকাল ১২ টায় মিরপুর-১ মাজার রোডের হাদি প্লাজায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, আজ বঙ্গবন্ধু নেই। কিন্তু তার দুই কন্যা বেঁচে আছেন। আজ শোকের দিন নয় শপথের দিন। আজ আমাদের শপথ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে তার দুই কন্যার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের সহযোগী হতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মো. আলী মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহীদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর, কোষাধ্যক্ষ ভুইঁয়া কামরুল হাসান সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন তালুকদার, সদস্য মো. মুর্তজা পাপ্পু, নজরুল ইসলাম, নূর হোসাইন, আবদুস সালাম মিতুল, তুষার আহমেদ, আবু সাইদ, মোকলেছুর রহমান, সাব্বির, সহ মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সব নেতা এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা।
Leave a Reply