আমাদের সংবাদদাতাঃ-
নোয়াখালী চাটখিল উপজেলা/ থানা নিয়ন্ত্রনাধী আনুমানিক ২ কিলোমিটার উত্তরে অবস্থিত মোস্তফানগর গ্রামে খালের পাশে অদ্য ১৪ইং জুলাই ২০২১ইং ভোরে র্যাব ও পুলিশ পাহাড়ায় ৩জন গুলীবিদ্ধ মৃত ব্যক্তির লাশ গাড়ীতে করে নিয়ে যাওয়া সংবাদ জানাযায়। উক্ত গ্রামের কৃষক বাসিন্দা গোপি পাল ও জমশেদ মিয়া সংবাদ প্রতিনিধিকে অবগত করেন যে-ভোর আনুমানিক ৫.৩০ঘটিকায় তাহারা ফসলি জমিতে সেচের পানি দিতে খালপাড়ে যায়। তখন ৯/১০জন আইন সংস্থার লোকজনকে ৩টি মৃত দেহ্ গাড়ীতে উঠাতে দেখে ভয়ে ধান খেতে শুয়ে পড়েন এবং গোপনে ঘটনাটি অবলকন করেন। অতঃপর র্যাব ও পুলিশের ৩টি গাড়ী দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর তাহারা লাশপড়ে থাকার স্থানে তাজা রক্তের জমাট চিহ্ন দেখতে পায় এবং অত্যন্ত ভীত গ্রস্থহয়ে গ্রামে লোকজনকে বিষয়টি জানায়। অদ্য ভোরে সংবাদ প্রতিনিধি নির্মম হত্যার বিষয় শোনার পর আনুমানিক ৭.৩০ ঘটিকায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে বেশকিছু কৃষক ও ২/৩জন ভিকটিম পরিবারকে ক্রন্দনরত দেখতে পায় এবং এ বিষয় জিজ্ঞাবাদ ও মাটি দিয়ে ঢাকা আনুমানিক ২৫/২৭টি জমাট রক্তর চিহ্ন মোবাইলে রেকর্ড করে। কিন্তু কিছুক্ষনের মধ্যে এলাকার সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ ফোর্স ঘটনা স্থলটি ঘেড়াও করে উপস্থিত গ্রামবাসি ও সাংবাদিকদের কঠোর বাধাদানসহ ক্যামেরা/মোবাইল ইত্যাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনমনে চরমক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একপর্যায় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরুহলে পুলিশ গোলাগুলীতে গুরুতর আহত ৮/১০ জন গ্রামবাসিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং পুলিশ ও সরকারী নেতাকর্মিরা কৃষিজীবি গ্রামবাসিদের ঘটনা স্থলথেকে উৎখাত ও এলাকা ঘিরে রাখে। প্রতিনিধি ৩জন ব্যক্তির হত্যার বিষয় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে নিশ্চিত হয় যে-গোমতীপাড়া গ্রামের জামায়েত নেতা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মৌলাঃ হাবিব উল্লাহ(৫০) গত ৭/০৭/২১ইং রাতে মাদ্রাসা থেকে ও পাশ্ববর্তি নন্দিপাড়া গ্রামের বাসিন্দা ঠিকাদার ও বিএনপি যুবদল নেতা মোঃ খায়রুল ইসলাম (৪২),পিং-মৃত মুক্তার উদ্দিনকে গত ৯/০৭/২১ইং রাতে বাজার থেকে বাড়ী ফেরার পথে এবং ভিমপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ি ও বিএনপির নেতা অহিদুর রহমান (৫২)পিং- মৃত আবুল খায়েরকে ১২/০৭/২১ইং চট্টগ্রামে আত্নগোপন অবস্থায় র্যাব গ্রেফতার করে। ফলে তাহাদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের অভিযোগের একাধীক ষড়যন্ত্র মামলায় জড়িয়ে অদ্য ভোরে ক্রস ফায়ারে হত্যাযজ্ঞ চালানোর বিষয় নিশ্চিত হন । প্রতিনিধি অদ্য স্বয়ং গোপনে নোয়াখালী সদর হাসপাতাল মর্গে তল্লাসি চালিয়ে ৩জন মৃত দেহের পরিচিতি নিশ্চিত করেন। বর্তমানে অত্র এলাকায় জনমনে চরম ভয়ভীতিকর অস্থিরতা ও আত্নক্ষোভ বিরাজমান আছে এবং আইন সংস্থা সকাল থেকে কঠোর ভাবে এলাকায় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনের প্রচেষ্টায় নিয়োজীত আছে। এই বিষয় সংবাদ প্রতিনিধি নিরাপত্তা জনিত কারনে আইন প্রশাসনের সাথে যোগাযোগ সম্পূর্ন স্থগিত রেখেছেন।
Leave a Reply