আমাদের প্রতিনিধির রিপোর্টে জানাযায় যে, গতকাল ১লা নভেম্বর ২০২৩ বুধবার ভোর রাত আনুমানিক ১.৩০ঘটিকায় সিভিল পোষাকে ডিবি পুলিশ ফোর্স লালবাগ এ জে এন শাহা রোডের বাড়ী নং- ১৯৬/৫ এর বাসিন্দা মোঃ নিজাম বেপাড়ী এবং একই এলাকায় বাড়ী নং-১০৬/১ এর বাসিন্দা মোঃ ধলু মিয়া ও বাড়ী নং-২১১/২ এর বাসিন্দা আকরাম উদ্দিনের গৃহে হামলা চালিয়ে বিএনপি জামায়েত সন্ত্রাসী আসামি গ্রেফতারের নামে পরিবারের উপর ভয়াবহ বর্বরোচিত অমানবীক নির্যাতন চালায়। প্রতিটি পরিবার এই বর্বরোচিত আক্রমনে অত্যন্ত ভীতগ্রস্থ হয়ে এলাকা ত্যাগ করে বর্তমানে বিভিন্ন স্থানে আত্মগোনে আছেন এবং প্রতিনিধি তাহাদের সাথে যোগাযোগে জানতে পারেন যে সিভিল পোশাকে ৭/৮জন অস্ত্রধারী পুলিশ পরিচয় দানকারী ২জনকে গ্রেফতারসহ গৃহে আসভাবপত্র ভাঙ্গচুড় ও মূল্যবান স্বর্ণানংকার সহ নগদ টাকা ও সম্পত্তির দলিল জোরজুলুম ভয়ভীতি দেখিয়ে একপ্রকার ডাকাতি তৎপড়তা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক ভীতসহ বোরকা পরিহিত এক মহিলা ক্রন্দনরত এদের অবগত করে যে ৬/৭জন অস্ত্রধারী ডিবি পুলিশ স্বামী ও বড় পুত্রকে ধরতে গৃহে তল্লাসির উদ্দেশ্যে সম্পত্তির দলিলপত্র তছনছ জব্দসহ সাদা স্টেম্পে জোরদবস্থ স্বাক্ষর দিতে বাধ্য করলে তাহার কিশোর পুত্র পুলিশকে বাধা দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে নির্মম মারধর ও শিবির সন্ত্রাসী দাবীকরে মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রসফায়ারে হত্যার ভয়ভীতি দেখিয়ে ৭/৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। নাজিম বেপাড়ীর ছেলের বউ ক্রন্দরত অবগত করে যে-সিভিল পোশাকের ৭/৮জন অস্ত্রধারী পুলিশ তাহার স্বামী সুজন বেপারী কে চোখ হাত বেধে গাড়ীতে উঠিয়ে ক্রসফায়ারে হত্যার ভয়ভীতি দেখিয়ে নগদ ২.৫ লক্ষ টাকা আদায় করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয় অবগত করে। আকরামের স্ত্রী আহত অবস্থায় অবগত করেন যে স্বামী গুরুতর অসুস্থ্য কিডনী রুগীকে ডিবি পুলিশ নির্মম পিটিয়ে গাড়ীতে তোলার সময় স্ত্রী সন্তানরা বাধা দিলে পুলিশ তাহাদের বর্বচীত এলোপাতাড়ি পিটিয়া সবাইকে গুরুতর আহত করে এবং মুক্তিপন হিসাবে ১০ লক্ষ টাকা নিয়ে ২৪ ঘন্টার মধ্যে ডিবি অফিসে যোগাযোগ করতে বলে অন্যথায় ক্রস ফায়ারে হত্যা করবে।এই ঘটনার প্রেক্ষিতে সংবাদ প্রতিনিধি লালবাগ থানা ও কাকরাইল ডিবি কার্যালয় যোগাযোগ করলে কর্তৃপক্ষ এই অভিযোগ গুলী সম্পূর্ণ অস্বীকার করেন এবং আরো দাবী করেন যে, তাহাদের কোন টিম গতরাতে এইরূপ অভিযান পরিচালনা করে নাই।যাহার পর বিষয়টি তাৎক্ষনিক স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে জানানো হলে মন্ত্রনালয় বিষয়টি খতিয়ে দেখার জন্য ডি.এম.পি. বিভাগকে অবগত করেছে বলে প্রতিনিধিকে নিশ্চিত করেন।এই সংবাদ প্রকাশিত হওয়ার আগপর্যন্ত কর্তৃপক্ষ গ্রেফতারকৃত ব্যক্তিদের কোন সন্ধান বা তথ্য এখনো জানায় নাই।
Leave a Reply