আমাদের সংবাদ দাতা
হবিগঞ্জ লাখাই উপজেলা ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রনাধীন গ্রামের বাসিন্দা সম্মানীত চেয়ারম্যান জানু মিয়ার কন্যা কুমারী সালমা আক্তার (১৮) গত ১৫ই নভেম্বর ২০২১ইং ভোর রাতে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যার মর্মান্তিক সংবাদ জানাযায়। এই আত্নহত্যার ঘটনাটি যদিও তাহার অভিভাবক ভিন্ন ভাবে প্রবাহিত ও বাস্তবতা লুকানোর চেষ্টা চালায় কিন্তু এলাকাবাসির এই অনাকাঙ্খিত মৃত্যুর রহস্য আইন সংস্থা ও প্রচার মাধ্যমে অবগত করে। এই আত্নহত্যার কারন জানতে সংবাদ প্রতিনিধি প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-সালমা অত্যন্ত সুশ্রী ও নম্র ভদ্র লাজুক কলেজ ছাত্রি এবং লেখাপড়ায় অত্যন্ত মনযোগী। কিন্তু সে কলেজের সহপাঠির ছাত্রর প্রেমে আবদ্ধ হওয়াতে তাহার পিতা কোনভাবেই এই সম্পর্ক মানতে নারাজ এমনকি মেয়ের বিবাহ দ্রুত অন্যত্র ঠিক করে বিয়ের চাপ সৃষ্টির করাতে সালমা বাধ্যহয়ে আত্নহত্যার পথ বেছে নেয় বলে নিশ্চিত করে। প্রতিনিধি সালমার পরিবারের সাথে এবিষয় কথা বলতে চাইলে তাহারা কোন ভাবেই প্রতিনিধিকে সহযোগীতা করতে নারাজ এবং মৃত্যুর প্রকৃত কারন ডেঙ্গু জ্বর হিসাবে দাবী করেন। এই বিষয় প্রতিনিধি লাখাই থানায় যোগাযোগ করলে কর্মরত অফিসার আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেন এবং আরো অবগত করেন যে-ভিকটিম সালমা আত্নহত্যার ৩/৪মাস পূর্বে তাহার প্রেমিক রাব্বি আহমেদ নামের সহপাঠি যুবকের সাথে গৃহ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ থানায় মামলা হিসাবে দায়ের করা হয়েছে। যাহারপর পুলিশ কর্মকর্তা মনে করেন যে-চেয়ারম্যান সাহেব পরিবারের মান-মর্যাদা রক্ষার জন্য এই মৃত্যুর বিষয় কোন আইনি অভিযোগ করতে রাজি নয় এবং ঘটনার বাস্তবতা ধামা চাপা দেওয়ার লক্ষে বিভিন্ন রকম অবান্তর কাহিনির মাধ্যমে এড়িয়ে যাচ্ছেন।
Leave a Reply