আমাদের সংবাদ প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলা ভীমপুর গ্রামের বাসিন্দা মৃত লিয়াকত উল্লার কুমারী কন্যা সামিমা খাতুন নুপুর (১৮) কলেজ ছাত্রী গতকাল বুধবার ১০ই নভেম্বর ২০২১ইং দুপুরে নিজগৃহে সিলিংএ দড়ি ঝুলিয়ে আত্মহত্যার করার সংবাদ পাওয়া যায়। প্রতিনিধি এই আত্মহত্যার বিষয় এলাকাবাসির মাধ্যমে জানতে পারেন যে-প্রেমঘটিত কারনে নুপুর আত্মহত্যা করেছে কিন্তু নুপুরের বড় ভাই আরাফাত এই প্রসঙ্গে দাবী করেন যে-ঘটনাটি সম্পূর্ন পরিকল্পীত হত্যাকান্ড। তিনি নিশ্চিত ভাবে দাবীকরে যে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের বখাটে ২ পূত্র হিফজুর ও শুভ প্রতিনিয়ত তাহার বোনকে বিভিন্ন ভাবে ইভটিজিং ও অনৈতিক যৌনচার প্রস্তাব দিচ্ছিল। ফলে উক্ত দুপুরে সুযোগ পেয়ে ২ ভাই পরিকল্পীত ও সম্মেলীত নুপুরকে পাষাবীক নির্যাতনের পর গলায় দড়ি পেচিয়ে হত্যা ও লাশ গৃহের সিলিং এ ঝুলিয়ে জনগনের মাঝে আত্মহত্যার প্রচারনা চালাচ্ছে। এ বিষয় থানায় যোগাযোগ করলে পুলিশ পরিদর্শক নিশ্চিত করেন যে-তাহার উপস্থিতির পূর্বেই ঝুলন্ত মৃতদেহ ফসিমুক্ত ও সন্দিহান জীবত মনে করে থানা স্বাস্থ্য কেন্দ্রে আনারপর কর্তব্যরত ডাক্তার নুপুরকে মৃত ঘোষীত করেন। যাহারপর প্রাথমিক ভাবে ডাক্তার বিষয়টি যদিও আত্মহত্যা হিসাবে মৃত্যু প্রত্যয়ন প্রদান করেন কিন্তু ভিকটিমের ভাই আরাফাতের ধারনা অনুসারে ময়না তদন্তর তথ্য মোতাবেক মৃত্যুর বাস্তবতা জানাযাবে। পুলিশ পরিদর্শক আরাফাতের সন্দেহর উপর ভিত্তিকরে এই মৃত্যুর ঘটনাটিকে প্রাথমিক ভাবে সন্দেহাতীত প্ররোচনা মূলক আত্মহত্যা আক্ষায়িত করে সহধর ২ভাই হিফজুর রহমান (২৭), সাইফুল ইসলাম শুভ (১৮)র বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগের এফ.আই.আর দায়ের করেন। প্রাথমিক অনুসন্ধানে জানাযায় যে এই মৃত্যুর ঘটনার পর থেকে ২ভাই এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে আছে এবং আইন সংস্থা তাহাদের গ্রেফতার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং এই সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত এই মৃত্যুর ময়না তদন্ত রিপোর্ট এখনো সদর হাসপাতাল নোয়াখালী থেকে প্রদান কারহয় নাই।
Leave a Reply