আমাদের সংবাদ দাতা:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে অদ্য অবগত করেন যে-গতকাল ১৫ই অক্টোবর ২০২১ইং শুক্রবার সন্ধা আনুমানিক ২০.৩০ ঘটিকায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রনাধীন সেতু ভাঙ্গা বাজারে প্রভাবশালী রাজনৈতীক মহলের ষড়যন্ত্রে একদল দুর্বৃত্তরা সংখ্যালঘুদের উপর হামলা চালায়। এইরুপ বর্বরচীত হামলায় সংখ্যালঘুদের মন্দির বাড়ীঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুর লুটপাটসহ নারী শিশুদের উপর পাষাবীক নির্যাতন চালিয়ে জনমনে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করে। আরো জানাযায় যে, বাজারে শ্রী ওমোর নাথ ঘোষের মিষ্টান্ন ভান্ডর, শ্রী গোপাল চন্দ্রের গৃহে ভাঙ্গচুর লুটপাট অগ্নি সংযোগ এবং শ্রী নেপাল চন্দ্র পালের ঔষধের ফার্মাসীতে ভাঙ্গচুর লুটপাট ইত্যাদি বর্বরতা চালিয়ে ৭/৮জনকে গুরুতর আহত করে। এই বর্বরচীত আক্রমনে বিমল ঘোষ, সৈকত চন্দ্র পাল ও কর্মচারী নবী মিয়াসহ শিমুল নাথ, পঙ্কজ শাহা, সিমলা বালা, নিলিমা ঘোষসহ আরো ৪/৫জন নারী পুরুষ গুরুতর আহত হয়। তাহাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসারত নবী মিয়া (৩০) পিং-রুস্তুম আলী অদ্য ভোরে মৃত্যু বরন করে। আইন সংস্থার সাথে যোগাযোগে যানাযায় যে-এই মৃত্যু ঘটনার প্রেক্ষিতে লাশের সুরতেহাল পরিদর্শক, বেগমগঞ্জ থানার এস,আই, ফয়সাল মাহমুদ বাদী হয়ে থানায় সাম্প্রদায়িক দাঙ্গা ও অপমৃত্যু মামলা রুজু করেছেন। প্রতিনিধি সংখ্যালঘু পরিবার ও ভিকটিমদের সাথে যোগাযোগে জানতে পারেন যে-গত সন্ধায় কিছু উগ্রবাদী ক্ষমতাশীন রাজনৈতীক দলীয় নেতারা সুপরিকল্পীত ভাবে এলাকায় জনমনে ধর্ম বিদ্দ্যেসী উত্তেজনা সৃষ্টি করে এই বর্বরতা চালিয়ে যায় এবং সংখ্যালঘুদের আর্থীক শারীরিক, সামাজীক সার্বিক ভাবে চরম ক্ষতীসাধন ও ভয়ভীতি দেখিয়ে এলাকা ত্যাগে বাধ্য করেছে। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজমান এবং প্রভাবশালী চক্র সংখ্যালঘুদের ধন সম্পদ লুটপাট ও ঘড়বাড়ী ব্যবসা প্রতিষ্ঠান অনৈতীক ভাবে জোরদখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।
এই সংবাদ প্রকাশিত হওয়ার আগপর্যন্ত আইন সংস্থা কোন অপরাধীকে এখনো গ্রেফতার করতে পারেন নাই। তবে থানার ও/সি সাহেব নিশ্চিত করেন যে-তাহাদের আইনি তৎপড়তা চলমান আছে।
Leave a Reply