রাজধানী মিরপুর গার্লস আইডিয়াল কলেজে নেটওয়ার্কিং বাংলাদেশ নামে একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠানে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন প্রতিষ্ঠানটি।
ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য জনবল এলাকার নারী, শিশু এবং বৃদ্ধ কে নিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা।
ক্যাম্পেইনে ডায়াবেটিস চেকআপ, ব্লাড প্রেসার,ওয়েট, প্রসূতি মায়ের সাধারণ চিকিৎসা,মেয়েদের কে স্বাস্থ্য সচেতনতামূলক উপদেশ প্রদান থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেন।
নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন যে কেউ নেটওয়ার্কিং বাংলাদেশ সংগঠনের সদস্য হতে পারবেন।শুধু ফ্রি চিকিৎসাই নয়, নেটওয়ার্কিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তিকে প্রশিক্ষণ থেকে শুরু করে একটি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই বিষয়েও সম্পূর্ণ গাইড লাইন দেওয়া হবে বলে জানান নেটওয়ার্কিং বাংলাদেশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান কানিজ ফাতেমা চৌধুরী।
নেটওয়ার্কিং বাংলাদেশ হেট অফ অপারেশন বলেন, আমাদের এই সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে একজন ব্যক্তিকে প্রশিক্ষণ থেকে শুরু করে ব্যবসায় কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সে বিষয়ে সম্পূর্ণ গাইড লাইন এই সংগঠন দিবে।
তিনি আরো বলেন আমাদের লক্ষ্য নেটওয়ার্কিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে সফল উদ্যোক্তা গড়ে তোলা এবং সার্বিক সহযোগিতা এবং গাইড লাইনের মাধ্যমে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করা।এক্ষেত্রে একজন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া,ব্যবসাহিক ডকুমেন্টারি তৈরি করা, ব্যবসায়িক সেল বৃদ্ধির জন্য সঠিক প্ল্যানিং, প্রচার কৌশল, যোগাযোগ ব্যবস্থার প্রক্রিয়া, পণ্য কুরিয়ার সার্ভিস মাধ্যম,পণ্যের সোর্সিং থেকে শুরু করে ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত সব কিছুর প্রশিক্ষণ নেটওয়ার্কিং বাংলাদেশ থেকে প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটি লক্ষ্য নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের নিয়ে কাজ করা মূল উদ্দেশ্য।প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরো বলেন নারীদেরকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে,তবে প্রশিক্ষণ এবং গাইড লাইন এর মাধ্যমে সফল উদ্যোক্তা গড়ে তোলা নেটওয়ার্কিং বাংলাদেশ এর অন্যতম প্রধান কাজ।
নেটওয়ার্কিং বাংলাদেশ নারী উদ্যোক্তা বলেন এই মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য জনবল এলাকার নারী, শিশু এবং বৃদ্ধদের কে নিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা।
তাদের সাথে কথা বলে আরো জানা যায়, ক্যাম্পেনের প্রচারণা বৃদ্ধি এবং সুবিধার্থে যারা মেডিকেল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করবে এবং অংশগ্রহণ করবে তাদের জন্য আসন্ন রমজান মাসে একটি খাদ্য সামগ্রী প্যাকেজ উপহার দেয়া হবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে।তবে এই গুরুত্বপূর্ণ কাজটি সফলভাবে সুসম্পন্ন করার জন্য নেটওয়ার্কিং বাংলাদেশ সংগঠনটির সহযোগিতার প্রয়োজন।
Leave a Reply