আমাদের সংবাদ দাতা ফেনী থেকে প্রেরীত সংবাদ।
অদ্য নিশ্চিত করেন যে, গতকাল ১৩ আগষ্ট ২০২১ দুপুর আনুমানিক ১:৪৫ ঘটিকায় ফেনী সদর রামপুর হাইওয়ে পার্শ্ববর্তী খাদে ৩ জন মটোর বাইক আরোহী চলন্ত ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত ৩ জন কে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসরত মো:ফজলু(৩৫) পিং-মো:আমিন মিয়া,সাং-৫৩/২ ট্রাংক রোড ফেনীর বাসিন্দা ১০/১৫ মিনিটের মধ্যে অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে মৃত্যু বরন করেন। এই নির্মম মৃত্যুর কারন জানতে প্রতিনিধি ফেনী হাইওয়ে রামপুর সড়কে কর্মরত শ্রমিকদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে ৩ জন মটোর বাইক আরোহীরা এলাকার যুবলীগের সদস্য। তাহারা মহাসড়কের নির্মান কাজের টিকাদারের কাছে চাদা দাবী করার সময় শ্রমিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা চালালে উভয়ের মধ্যে মারামারি ও পাল্টা ধাওয়া চলাকালীন ৩ জন সন্ত্রাসী ১। আজম ভূইয়া(৩০) পিং-সুলতান ভূইয়া,৩।মাসুম হোসেন(৩৩) পিং- হাজী জালাল উদ্দিন, ৩। মো:ফজলু হোসেন সাং মো: আমির মিয়া গং ক্ষিপ্ত শ্রমিকদের কঠোর বাধার ধাওয়া দিয়ে মাঠের বাইরে দ্রুত পালানোর সময় রাস্তার ডান পাশে মোড় ঘোড়ানোর সময় চলন্ত ট্রাকের ধাক্কায় পার্শ্ববর্তী খাদে পরে যায়।
এই ঘটনার বিষয় আইন প্রশাসনের সাথে যোগাযোগে জানা যায় যে- আহত ও নিহত ভিকটিমের সাথে রাস্তার টিকাদারদের পূর্বের ব্যক্তিগত ও রাজনৈতিক শত্রুতার কারনে উভয়ের মধ্যে কাজের টিকাদার বিষয় ক্রন্দন চলমান ছিল। ফলে উক্ত দিন ৩ জন ভিকটিমগন টিকাদার প্রতিষ্ঠানের নিকট তাহাদের বকেয়া বিলের টাকা চাইতে গেলে উপস্থিত ম্যানেজারের কর্মচারীদের সাথে ক্রন্দন সৃষ্টি হলে মারামারি ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে টিকাদারের অনৈতিক ইশারায় ম্যানেরজার ও তাহাদের কর্মচারী গন ৩ জন কে আক্রমন ও প্রহার করাতে তাহারা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। পথচারী ও পুলিশ সদস্যরা সংবাদ লাভের সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জন ভিকটিম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার সাথে জড়িত ম্যানেজার সহ মোট ৭ জন কে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।থানার বন্ধি ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করে হত্যা মামলা দায়ের করা হয়।এই মামলার মুখ্য আসামী ম্যানেজার ১।মো: আলমগীর (৩৭) পিং মো:আবুল হোসেন, টিকাদারের পুত্র ২। জাবেদ হোসেন(২০) পিং বেলাল হোসেন।শ্রমিক, ৩। হাবিব হাসান(৪২) পিং-মৃত রসুল মিয়া,৪। আতিক হোসেন(৪০) পিং-আমিন মিয়া, ৫। রাজন মিয়া(৩০) পিং দুলাল মিয়া,৬। মো:জহির পিং শাহ জাহান, ৭।ফয়সাল উদ্দিন(৩২) পিং জাহাঙ্গীর গং কে পুলিশ গ্রেফতার করে থানার নিয়ন্ত্রণে জিজ্ঞাসাবাদ করা হয় এবং থানার ও/সি সাহেব নিশ্চিত করেন যে এই ঘটনা তদন্ত কার্যক্রম চলমান আছে এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply