আমাদের প্রতিনিধির সংবাদঃ
ভাঙ্গা থানা নিয়ন্ত্রনাধীন মানিকদাহ ইউ/পি অর্ন্তভুক্ত নাজিরপুর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন (৪৫), পিং-মোঃ মোতালেব মোল্লাহ গতকাল বৃহস্পতিবার ১৭ই মার্চ ২০২২ইং বেলা আনুমানিক ১০ থেকে ১১ ঘটিকায় নিজ জমি দখলের উদ্দেশ্যে চাষাবাদ করার চেষ্টা চালালে অবৈধ দখলদার দূর্বৃত্তর ববরচীত হামলার শিকার হয়ে বর্তমানে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছে। নিরীহ কামালের উপর এই নির্মম হামলার বিষয় প্রতিনিধি তাহার আত্নীয়স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-জমির মালিক কামাল হোসেন তাহার মৃত মামাতো ভাইর পরিবার থেকে ভাঙ্গা মহাসড়ক সংলগ্ন অতিব মূল্যবান ১৭শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ ভূমি সম্পত্তির অবৈধ ভোগ-দখলদার প্রতিপক্ষ আরশাদ মোল্লা সম্পর্কে ভিকটিমের চাচাতো ভাই ও রাজনৈতীক প্রভাবশালী ব্যক্তিত্ব বে-আইনি ক্ষমতার জোড়ে কোন ভাবেই কামাল হোসেনকে জমির দখল বুঝিয়ে দিতে রাজি নয়। বিধায় ভিকটিম সকল বৈধ পন্থায় বিফল হয়ে অবশেষে বাধ্যতামূলক পরিবারের সদস্যদের সমর্থনে উক্ত সকালে আত্নীয়দের সহযোগীতায় চাষাবাদের উদ্দেশ্যে ভূমি সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা চালালে প্রতিপক্ষ আরশাদ মোল্লা তাহার সন্ত্রাসী বাহিনী দ্বারা তাহাদের উপর বর্বরচীত হামলা চালিয়ে সবাইকে গুরুতর আহত করে। ফলে প্রতিনিধি গুরুতর আহতদের শারীরিক অবস্থার বিষয় খোঁজ খবর নিতে হাসপাতালে যোগাযোগে জানতে পারেন যে-নিরীহ ভিকটিম কামাল হোসেন দূর্বৃত্তের হাতিয়ারের আঘাতে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়ে মুমূর্ষ অবস্থায় ফরিদপুরে ডায়েবেটিস হাসপাতালে সিসিইউতে চিকিৎসারত আছেন এবং সহধর দুই ভাই ও অন্যরা গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রতিনিধি এই নির্মম আক্রমনের বিষয় পুলিশের সাথে যোগাযোগে জানতে পারেন যে-উভয় পরিবারে মধ্যে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের ক্রন্দল চলমান এবং এই সমস্যার প্রকৃত সমাধান একমাত্র ভূমি বিষয়ক মন্ত্রনালয় বা বিজ্ঞ দেওয়ানী আদালত সুরাহা করতে পারবে। কিন্তু ভিকটিমের উপর আক্রমন ও শারীরিক নির্যাতনের বিষয় থানার অফিসার ইনচার্জকে জিজ্ঞাসা করলে তিনি প্রভাবশালী মহলের চাপের মূখে বিষয়টি বিভিন্ন অজুহাতের মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালায়। এমনকি এক পর্যায় তিনি আশ্বস্থ্য করেন যে-ভিকটিম পরিবার উপযুক্ত স্বাক্ষী প্রমানের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করলে তিনি উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহন করবেন। কিন্তু এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত পুলিশ প্রশাসন এখনো কোন আইনি ব্যবস্থা গ্রহন বা কোন আসামীকে গ্রেফতার করেন নাই বলে সংবাদ সূত্র নিশ্চিত করেন।
Leave a Reply