আমাদের সিলেট প্রতিনিধির সংবাদঃ
উপজেলা বিয়ানীবাজার, ব্যবাসায়ি বনিক সমিতির সম্মানীত সভাপতি জনাব মোঃ আলাতাফ হোসেন তাহার পরিবারবর্গ নিয়ে অদ্য বুধবার ২৭শে জুলাই ২০২২ইং বিকাল ১৫.৩০ ঘটিকায় উপজেলা প্রেস ক্লাবে প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্টিত করেন। এই সংবাদ সম্মেলনের মূল লক্ষ যে-তাহার স্ত্রী লুৎফা বেগম (৫০) কে গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক ১৩.০০ ঘটিকায় বিয়ানীবাজার উপজেলা বাষ্টেন্ড থেকে রিক্সা যোগে গৃহে ফেরার পথে ৫/৭জন মাক্স পরিহিত অস্ত্রধারী দুর্বৃত্তরা তাহাকে রাস্তায় অপহরনের চেষ্টা চালালে তাহার চিৎকারে স্থানিয় লোকজন/পথচারীরা তাৎখনিক তাহাকে রক্ষা করতে সক্ষম হয়। উল্লেখ্যযে-দূর্বৃত্তের বর্বর হামলা ধস্তাধস্তিতে নিরিহ লুৎফা বেগম চরম ভতিগ্রস্থ্য ও শারীরিক/মানুষিক নির্যাতীত এবং গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে জ্ঞান হারায়। ফলে স্থানিয় লোকজন তাহাকে তৎখনিক নিকটবর্তি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে আনুমানিক ৭/৮ ঘন্টা চিকিৎসা লাভেরপর কিছুটা সুস্থ্য হয়ে তিনি বাড়ী ফেরেন। বক্তব্যরত ভিকটিম লুৎফা বেগম ক্রন্দনরত সংবাদিক সম্মেলনে এই বর্বচীত আক্রমন ও অপহৃনের মূখ্য অপরাধীদের পরিচয় চিহ্নিত করতে সক্ষম হয়ে দৃঢ়তার সাথে দাবী করেন যে তাহার নিকটতম আত্মিয় আওয়ামী দলীয় নেতা আলমগির হোসেন রুনুর পূত্র ছাত্রলীগ নেতা তাজের হোসেন ও তাহার সহযোগী ৫/৬জন সন্ত্রাসীর সুপরিকল্পীত এই গুরুতর অপরাধ সংঘঠিত করিয়াছে। ভিকটিম পরিবার দাবী করেন যে-এই গুরুতর অপরাধের বিষয় ভিকটিম লুৎফা বেগম স্বামীসহ থানায় অভিযোগ জানালে পুলিশ কর্মকর্তা বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে মামলা গ্রহনে অনাগ্রহ প্রকাশ ও থানা থেকে ফিরিয়ে দেয়। সংবাদিকদের প্রশ্নের মুখে ভিকটিম মহিলা ও পরিবার বর্গ অত্যন্ত বিচলিত ও ভীতগ্রস্থ্য কণ্ঠে ব্যক্ত করেন যে,পৈতৃক সম্পত্তি বেআইনি জোরদখল কেন্দ্রীক বিষয় প্রতিপক্ষ আলমগির হোসেন রুনু তাহার দলীয় অনৈতীক ক্ষমতার প্রভাবে তাহার ২টি সন্ত্রাসী পূত্র তারেক ও তাজের এবং ছোট ভাই জাবেরকে দ্বারা প্রতিনিয়ত নিরিহ আলতাফ পরিবারকে বিভিন্ন হুমকি হয়রানি ও জুলুম নির্যাতন চালিয়ে আসছে। ভিকটিম পরিবার নিশ্চিত ভাবে আরো দাবী করেন যে-প্রতিপক্ষ আলমগির ও তাহার পরিবার সম্পত্তির লোভ-লালসা ও প্রতিহিংশার বসভুত হয়ে চাচাতো ভাই আলতাফ পরিবারকে মিথ্যা ষড়যন্ত্রকৃত মামলায় জড়িয়ে সমাজে হেও-প্রতিপন্ন এবং এলাকা থেকে বহিষ্কারের চক্রান্তে লিপ্ত আছে। বিধায় ভিকটিম পরিবার সুশীল সমাজ ও আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এই সংবাদ সম্মেলন উপস্থাপিত করেন এবং পারিবারীক ও সামাজীক নিরাপত্তার জন্য সর্বজনিন আরোশগুজার করছেন। কিন্তু এই সংবাদ প্রচারিত হওয়ার পূর্ব পর্যন্ত আইন সংস্থা ভিকটিম পরিবারের কোন প্রকার নিশ্চয়তা প্রদান বা প্রতিপক্ষ অপরাধীদের বিরুদ্ধে এখনো কোন আইনি ব্যবস্থা গ্রহন করেন নাই।
Leave a Reply