ঢাকা কেরানীগঞ্জ উপজেলা থেকে সংবাদাতার প্রেরিত সংবাদঃ-গতকাল ৮ই মে ২০২৪ইং উপজেলা চেয়ারম্যান নির্বাচন যথাযথ বিকালে সমাপ্ত হয়। ফলে দ্রুত ভোট গননা শেষে রাত আনুমানিক ৭.৩০ ঘটিকায় নির্বাচন কমিশন ক্ষমতাশীন দলীয় বর্তমান চেয়ারম্যান শাহিন আহমেদ আনারশ প্রতিক প্রার্থীকে ৪র্থ বার জয়ী ঘোষীত করারপর প্রতিপক্ষ আওয়ামী সতন্ত্রপ্রার্থী কাপ-প্রিজ প্রতিকধারী আলতাফ হোসেন বিপ্লবের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ধাওয়া/পাল্টা ধাওয়া শুরুহয়। একপর্যায় উভয় পক্ষের সমর্থকরা ধারালো হাতিয়ার ও আগ্নেয়াস্ত নিয়ে ভোট কেন্দ্র দখলকরে ভয়াবহ সংঘাষের সম্মুখীন হলে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন থানার পুলিশ ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।এবিষয় প্রতিনিধি ঘটনা স্থলে উপস্থিত স্থানিয় জনগনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-প্রতিবারের মতন এবারো ক্ষমতাশীন দলীয় চেয়ারম্যান শাহিন আহমেদ দলীয় ক্ষমতার জোরে অনৈতীক পক্রিয়ায় জাল ভোটের মাধ্যমে নিজেকে জয়ী ঘোষীত করে। ফলে সন্ধায় ভোট কেন্দ্রে প্রতিপক্ষ বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব তাহার সমর্থকগং ও প্রত্যক্ষদর্শী স্থানিয় জনগন ঘটনাটির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর কারনে উভয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরুহয়। অতঃপর আইন সংস্থা থানা পুলিশ সরকার দলীয় পক্ষপাত্তির মাধ্যমে বিদ্রোহীদের কঠোর প্রতিরোধ করতে গোলাগুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলে ৫/৬জন গুলিবিদ্ধ গুরুতর আহত হয়। এইরুপ ভয়াবহ হামলা ও দাঙ্গা চলাকালিন সময় প্রতিনিধি ঘটনাটি মোবাইল ফোনে ধারন করে এবং প্রতিয়মান হয়যে-আইন সংস্থার সাথে সরকারী দলীয় যোগসাজসে প্রতিপক্ষের উপর বর্বরোচিত আক্রমন গোলাগুলি বর্ষিতসহ প্রচুর ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রতিনিধি এই ঘটনার প্রতি গুরুত্বপাত করে পুলিশের সাথে যোগাযোগে জানতে পারে যে-এইরুপ অনাকঙ্খিত সংঘাতের ঘটনাটিকে প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন বিপ্লবের সমর্থক/নেতাকর্মিদের উপর দোষ চাপিয়ে গত রাতে সন্ত্রাস বিরোধী আইনে একাধীক মামলা রজু করেছে। পুলিশি তথ্য মোতাবেক জানাযায়-গ্রেফতারকৃত ৭জন আসামীকে জিজ্ঞাসাবাদে অপরাধের সাথে স্বক্রিয় জড়িত আরো ২০জন আসামীর সম্পৃত্ততার বিষয় নিশ্চিত হয়েছে। রাষ্ট্রবাদী এজাহার মোতাবেক মোট ২৭জন অপরাধীর মধ্যে ধৃত ১। হাসান মোল্লাহ (৫০), পিং-মৃত আকু মোল্লাহ, সাং-জগনাথপুর, ধৃত, ২।নাজিম উদ্দিন (৫৫), পিং-মৃত মান্নান মুন্সি, সাং-আলগীরচর, ধৃত ৩।সালাম হাওলাদার (৫৩),পিং-শাহেব হাওলাদার, সাং-ঐ, ধৃত ৪।অহেদুল হাসান (৩৫), পিং-আঃখালেক, সাং-ঐ, ধৃত, ৫। সোহেল তালুকদার(২৮), পিং-নাসির উদ্দিন, সাং-ঐ, ধৃত, ৬। দেলোয়ার মুন্সি (৫৮), পিং-মৃত খেদমত আলী, ধৃত। তাহের মুন্সি (২৪)পিং-দেলোয়ার মুন্সি, সাং-ঐ, পলাতকগং ৮। মাসুম বিল্লাহ (২৪), পিং-মোশারফ হোসেন, সাং-ঐ, ৯। মানসূর রহমান (১৮), পিং-ও সাং-ঐ, ১০।সিফাত বেপারী (২৫), পিং-আন্নাফ বেপারী, সাং-কাজিকান্দি, ১১।মো:শফিউল আলম(৩৪), পিং-মো: আব্দুল আউয়াল , সাং-জিনজিরা, ১২। মোঃ মারুফ (২৪), পিং-মোঃকাইউম, সাং-আলগীরচর, ১৩। মোঃরিয়াজ (২৬), পিং-শাজাহান কাজী, সাং-ঐ, ১৪। ইমন মুন্সি (২৮) পিং-মজিবর মুন্সি, সাং-বয়াতিকান্দি, ১৫। রুদ্র ফকির (২২), পিং-হালিম ফকির, সাং-ঐ,১৬। উজ্জ্বল শিকদার (৩৫), পিং-আমের শিকদার, সাং-ঐ,১৭। সিমুল শিকদার (২৮), পিং-জমির শিকদার, সাং-বালুরচর, ১৮। জবির উদ্দিন (৩৩), পিং-আলীম উদ্দিন, সাং-হযরতপুর বাজার, ১৯। ফয়সাল মিয়া (৪৪), পিং-মৃত হাকিম মিয়া, সাং-ঐ, ২০। মোঃনজরুল (৪৭), পিং-হাজী মুসা মিয়া,সাং-রসুলপুর, ২১।নিজাম উদ্দিন (৪০) পিং-সিরাজুল হক, সাং-বয়াতিকান্দি, ২২। আসলাম খান (৩৮), পিং-মৃত হাফিজ খান, সাং-বালুরচর, ২৩। মোঃরেজওয়ান (২১) পিং-জাকির হোসেন, সাং-ইটাভারা, ২৪। প্রদীপ শাহ্য (৩৫)পিং-জগৎশাহা, নতুনআলগীরচর, ২৫। মাসুদ পারভেজ (২৭), পিং-মুজিবর মাষ্টার, সাং-বউনাকান্দি, ২৬। ওসমান আলী (৫২) পিং-রহমত মিয়া, সাং-কুরাইশ নগর, ২৭। আজম মৃধা (৪২) পিং-নজরুল মৃধা, সাং-জগনাতপুরগং সকলে কেরানীগঞ্জ মডেল থানা নিয়ন্ত্রনাধীন হযরতপুর ইউনিয়ন স্থায়ি বাসিন্দা।পুলিশ সূত্রে অরো জানাযায় যে-এই মামলায় সকল আসামীরা বিএনপি ও জঙ্গি জামায়েত শিবির সমর্থীত নেতাকর্মি এবং গ্রেফতারকৃত ৭জনকে বেআইনি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাহাদের ৭২ঘন্টা পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলমান আছে।
পুলিশ দাবী করেন সুক্ষ ও সুষ্ঠ তদন্ত মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারীক আইনে উপযুক্ত সাজা প্রদান করা হবে এবং পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশ স্বক্রিয় তৎপড়তা অব্যহত রেখেছেন।
Leave a Reply