1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার

ফেনী সদর উপজেলা মধুপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা ও ডাকাতি

  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার

আমাদের প্রতিনিধির সংবাদঃ-ফেনী সদর উপজেলা পূর্ব মধুপুর গ্রামের সংখ্যালঘু পরিবার শ্রী লাল কান্ত দাসের বাড়ীতে গতকাল ১৭ই আগষ্ট ২০২৪ইং সন্ধা আনুমানিক ৭.০০ ঘটিকায় কিছু দূর্বৃত্তরা বিভিন্ন রকম হাতিয়ারে সজ্জিত হয়ে বর্বরচীত হামলা চালায়। ভিকটিম পরিবারের সাথে যোগাযোগে জানা যায় যে- মুখোশ পরিহিত দুর্বৃত্তরা পরিবারে নিরিহ সদস্য শ্রী লাল কান্ত (৬৫) ও স্ত্রী শিলা রানীদাস (৫৮) এবং বড় পূত্র প্রবাল দাস (৩৫) ও স্ত্রী শিপ্রা দাস (২৭) সহ ২টি নাবালক শিশুকে ধারালো হাতিয়ার দ্বারা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এমনকি সন্ত্রাসীরা আল্লাহুয়াকবার বলতে বলতে গৃহের মূল্যবান আসভাবপত্র ও মন্দীরের প্রতিমার মূর্তি ভাঙ্গচুরসহ মূল্যবান জিনিষপত্র লুটপাট এবং সিন্দুক ভেঙ্গে আনুমানিক ২৮ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় গৃহে অগ্নি সংযোগ ঘটায়। এমতাবস্থায় স্থানিয় কিছু স্বহৃদয় প্রতিবেশীরা অগ্নিনির্বাপন ও তাহাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং বর্তমানে প্রবিন ব্যক্তি লাল কান্ত দাস, স্ত্রী শিলা রানীদাস ও নাবলক শিশু শিশির দাস (৮) মূমুর্ষ অবস্থায় জরুরী বিভাগে চিকিৎসারত আছে। এইরুপ বর্বরচীত হামলা ও ডাকাতির বিষয় বাড়ীর মালিকের বড়পুত্র গুরুতর আহত শ্রী প্রবাল দাসকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে-এই ঘটনার মূল হোতা ফেনী সদর রামপুর এলাকা পৌরসভা ওয়ার্ড নং-১৬ এর বাসিন্দা বিএনপি যুবদলের নেতা আব্দুল হালিমের পরিবার ও তাহার রাজনৈতীক দলীয় দোষররা সম্পূর্ণ জড়িত। তিনি ক্রন্দরত বর্ননা করেন যে-আব্দুল হালিমের পূত্র আব্দুল হামিদ সোহান(২৪) ফেনী কলেজের ছাত্র তাহার ছোট বোন কুমারি ডলি রানীকে অপহরন ও পাষাবিক নির্যাতন চালানোর দায়ে তাহার বিরুদ্ধে মামলা করা হয়েছিল বিধায় তাহারা প্রতিশোধ পড়ায়ন হয়ে উক্ত সন্ধায় সুপরিকল্পীত তাহাদের উপর হামলা চালায়। ভিকটিম প্রবাল ও তাহার স্ত্রী নিশ্চিত দাবী করেন যে-যদিও ৭/৮জন দূর্বৃত্তরা মুখোস পড়াছিল কিন্তু তাহাদের পরিচয় সঠিকভাবে শনাক্ত করতে মোটেও সমস্যা হয় নাই। প্রতিনিধি ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-শ্রী প্রবাল দাস বাদী হয়ে অদ্য সকালে ফেনী সদর মডেল থানায় ৮জনকে সন্দেহাতীত অপরাধী চিহ্নিত করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। ফলে প্রতিনিধি থানায় যোগাযোগে নিশ্চিত হয় যে-পুলিশ প্রশাসন মামলাটি গ্রহন করেছেন এবং দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও উপযুক্ত আইনি ব্যবস্থ্য গ্রহনের কার্যক্রম চলমান আছে। প্রতিনিধি আরো নিশ্চিত হয় যে-অদ্য সন্ধায় পুলিশ ২জন আসামীকে সন্দেহাতীত গ্রেফতার করে থানার নিয়ন্ত্রনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এবং মূখ্য আসামীদের গ্রেফতার তৎপড়তা অব্যহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com