আমাদের প্রতিনিধির সংবাদঃ-
রাজনগর উপজেলায় টেংরা ইউনিয়ন পরিষদ অর্ন্তভুক্ত রাঙ্গিছড়া গ্রামের স্থায়ি বাসিন্দা মৃত কারী মজিদ উল্লাহর বাড়ীতে গতকাল ২৩শে আগষ্ট ২০২৪ইং শুক্রবার ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনী তাহার বড় পুত্র মোঃআহমদ মিয়াকে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অপরাধে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করতে গৃহে হামলা ও তল্লাসি চালায়। গৃহের সদস্যদের জিজ্ঞাসাবাদে প্রতিনিধি জানতে পারে-প্রতিবেশী হিন্দু পরিবার মুখেশ ভৌমিকের সাথে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতা ও মামলা চলমান থাকায় প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতার ষড়যন্ত্রে ভৌমিক পরিবার নাটক সাজানো মিথ্যা অভিযোগ তাহাদের উপর দায়ের করেছে। ফলে মিথ্য অভিযোগের মামলায় যৌথবাহিনী নিরিহ ৫ জনকে গ্রেফতার করে জেলে বন্দি করেছে এবং পলাতকদের গ্রেফতার করতে প্রতিনিয়ত এলাকায় নজরদারী ও হামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রতিনিধি থানায় যোগাযোগে জানতে পারেন যে-গত ২১ই আগষ্ট ২০২৪ইং বুধবার রাতে সম্পত্তি সংক্রান্ত শত্রুতার বসভূত হয়ে মূখ্য আসামী মোঃ আহমেদ মিয়ার ষড়যন্ত্র ও নিদের্শনায় ৭/৮জন মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রতিবেশী হিন্দু মুখেশের বাড়ীতে হামলা ও বর্বর নির্যাতন চালিয়ে পরিবার নিরিহ সদস্যদের গুরুতর জখম ও মন্দির ভাঙ্গচুড়সহ স্বর্নালঙ্কার অর্থসম্পদ লুটপাট ডাকাতি করে। ফলে ভিকটিম পরিবার আসামীদের নাম পরিচয় চিহ্নিত করে থানায় অভিযোগ জানালে যৌথবাহিনী সেই ভোররাতে আসামীদের বাড়ীতে হামলা চালিয়ে ১। মোঃ সুজেল মিয়া (২৪), পিং-মোঃ কনা মিয়া, ২। মোঃ রুবেল মিয়া (৩৬), পিং-মোঃ পংকি মিয়া এবং প্রতিবেশী,৩। হাছন আলী (৪৩), পিং-মৃত নছিব আলী, ৪। মোঃ দেলোয়ার (৫০), পিং-মৃত হাজী গহর উদ্দিন, ৫। মুছা ফকির (৩৮), পিং-হযরত ফকিরকে গ্রেফতার ও তাহাদের স্বীকার উক্তি মোতাবেক মূখ্য পলাতক আসামী ৬। মোঃ আহমদ মিয়া (৪২), পিং-মৃত কারী মজিদ উল্লাহ, ৭। রাজু আহমদ (৩৫), পিং-মুছা আহমদ, ৮। জামিল হোসেন (৪০), পিং-মৃত তজমুল আলীগং সকলের ঠিকানা রাঙ্গিছরা গ্রামবাসিকে গ্রেফতার তৎপড়তা চালিয়ে যাচ্ছেন। পুলিশ আরো নিশ্চিত করেন যে-মূখ্য পলাতক আসামী বিএনপি যুবদল নেতা মোহাঃ আহমদ মিয়া ও জামিল হোসেন বিগত ২০২১ইং সালে যৌথ মামলার ফেরারী সাজা ঘোষীত আসামী এবং আইন সংস্থা তাহাদের গ্রেফতার করতে সেই রাতে গৃহে তল্লাসি চালায় কিন্তু আসামী পরিবারে আসভাবপত্র ভাঙ্গচুড় বা লুটপাটের বিষয় সম্পূর্ন অস্বীকার করেন। বর্তমানে মামলাটির আইনি কার্যক্রম চলমান এবং যৌথ বাহিনী পলাতকদের গ্রেফতার করতে স্বক্রিয় তৎপড়তা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply