1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার

যাত্রাবাড়ীর মাদক সম্রাট নুরু মিয়ার চাঞ্চল্যকর হত্যা প্রসংগ

  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭২৩ বার

আমাদের সংবাদ প্রতিনিধি-

ঢাকা যাত্রাবাড়ী ধলপুর ৪৯নং ওয়ার্ডে সিটি বস্তির মাদক সম্রাট নুরু মিয়া (৩৮) কে গত ৫ই জানুয়ারী ২০২৩ইং বৃহঃস্পতিবার রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ফলে স্থানিয় লোকজন নুরুকে সিটি বস্তির প্রবেশ গেটে জ্ঞানহীন রক্তাত্ত গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে হাজির করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এই হত্যাকান্ডের বিষয় স্থানিয় জনগন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে-নুরু মিয়া সরকার দলীয় প্রভাবে এলাকায় ছিনতাই চাদাঁবাজীসহ প্রকাশ্যে মাদক ব্যবসা ইত্যাদি গুরুতর অপরাধ কার্যক্রম চালিয়ে সমাজে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি ঘটায়। ফলে তাহার বিরুদ্ধে এলাকাবাসি আইন প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে আদৌ কোন সুফল বা প্রতিকার পায় নাই বরঞ্চ স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর ও আইন প্রশাসনের দুর্নীতিবাজ কিছু সদস্যর অনৈতিক সহযোগীতায় নুরু মিয়া আরো উচ্ছৃঙ্খল হয়ে প্রকাশ্যে রমরমাট মাদক ব্যবসা চালিয়ে উদিয়মান যুব সমাজকে চরম ধ্বংসের দিকে ধাবিত করতে থাকে। তাহার মৃত্যুর পর এলাকাবাসী যদিও কিছুটা শান্তিতে স্বস্থির নিঃশ্বাস নিতে পারলেও নুরুর সাঙ্গু পাঙ্গুরা নেতাকে হারিয়ে প্রতিশোধ পড়ায়ন হয়ে এলাকায় ভয়াবহ ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করছে। প্রতিনিধি এই হত্যার বিষয় থানায় যোগাযোগে জানতে পারেন যে-নুরু মিয়া এলাকার বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ি ও বিএনপির সমর্থক মোঃ আব্দুর রবকে কিছুদিন পূর্বে রাস্তায় নির্মম নির্যাতন চালিয়ে চাদাঁবাজি ছিনতাই করাতে তাহার সাথে চরম শত্রুতার সংঘঠিত হয়। ফলে তিনি প্রতিশোধ পরায়ন হয়ে দলীয় কিছু মাদকাশক্ত পেশাদার সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত এই নির্মম হত্যাযজ্ঞ চালায় বিধায় ভিকটিমের পিতা মামলার বাদী সুরুজ মিয়া প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই হত্যার মুখ্য হুকুমের আসামী ১। মোঃআব্দুর রব(৩৭), পিং-মো: আব্দুর রশিদ কে চিহ্নিতসহ ২। গাজী মোস্তফা (৩০), পিং-হায়দার মিয়া,৩। নাসির উদ্দিন (২৪), পিং-সুরুজ আলী, ৪। মোঃফিরোজ (৩৪), পিং-আব্দুর রাজ্জাক, ৫। জাহাঙ্গির সাদী (২৭), পিং-আতাউর রহমান, ৬। তপন ডোম (২৮), পিং-রনজীত ডোম, ৭। ফয়সাল কবির (২২), পিং-দেলোয়ার মুন্সি, ৮। ফেরদাউস মুসা (২৫), পিং-মৃত জবিরুল মুসা, ৯। মোঃতাজুল (২৭), পিং-মোঃজাকির, ১০। কালু ফকির (৩৭), পিং-রমজান ফকির, ১১। দবির উদ্দিন (২৬), পিং-সাজ্জাদ উল্লাহকে হত্যাকারী হিসাবে যাত্রাবাড়ী থানায় গত ৭/০১/২০২৩ইং মামলা রুজু করেন। পুলিশের তথ্য মোতাবেক এই হত্যাকান্ডে সন্দেহভাজন ৩ জনকে বিভিন্ন এলাকা থেকে পুলিশ ফোর্স গ্রেফতার ও থানার নিয়ন্ত্রনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা প্রতিনিধিকে নিশ্চিত করেন যে-মামলার কার্যক্রম অগ্রগতির দিকে চলমান এবং আইনসংস্থা আসামীদের দ্রুত গ্রেফতারী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com