মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রূপনগর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন মুজিব।নাসরিন মুজিব বলেন কে বা কারা আমার স্বামী কে গত ২৩ তারিখ সময় অনুমান ৭ টা ৩৬ মিনিটের এই মোবাইল নাম্বার 01978885492 থেকে কল করিয়া বিভিন্ন প্রকার ভাষায় গালাগালি করে। তাতে আমার স্বামী প্রতিবাদ করলে তাহাকে হত্যার হুমকি প্রদর্শন করে। এবং পরিচয় জানতে চাইলে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকির প্রদর্শন করে, যেখানে আমি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে রুপনগর থানায় এলাকায় কাজ করে যাচ্ছি,সেখানে কি ভাবে এই সরকার আমলে একজন হুমকি দাতা প্রকাশ্যে মোবাইলে আওয়ামীলীগের কর্মীকে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে রূপনগর থানায় জিডি করেছি। আইনশৃঙ্খলা বাহিনী কথা দিয়েছে তারা বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখবেন আমি তাদের অপেক্ষায় আছি। আমার থানা এলাকায় কোন ধরনের চাদাবাজ,ভূমিদস্যু,সন্ত্রাস,মাধকারবারি,হুমকি দাতা থাকতে পারবেনা, রাজপথ থেকে এই প্রজন্ত উঠে এসেছি,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রাজনীতি হয়েছি এখন সরকার ক্ষমতায় সরকার যেখানে চাঁদাবাজ দুর্নীতি দখলবাজ মাদক বিরোধী বিপক্ষে কাজ করে যাচ্ছে তখন এক ধরনের খুশির রকমহল । এই বিষয়ে ভিকটিম মজিবুর বলেন অত্র এলাকা আমার বিষয় জানতে পারেন। আমার কোন শত্রু নেই, আমি পারলে মানুষের সহযোগিতা করি উপকার করি কারো ক্ষতি করি না।
Leave a Reply