আসাদুজ্জামান নুর
মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজে বহিরাগতদের হামলায় বার কাউন্সিল পরীক্ষা স্থগিত । দীর্ঘ প্রতিক্ষার পর বার কাউন্সিল লিখিত পরীক্ষা অনুষ্টিত হয়। আর এই পরীক্ষা দিতেই আসছিলেন সংগ্রামী পরীক্ষার্থীরা । আর তাকে কেন্দ্র করেই এক বর্ব রুচিত অনাখাংকিত ঘটনা ঘটে যায়।
শনিবার (১৯ডিসেম্বর) পরীক্ষাকে কেন্দ্র করেই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে কিছু বহিরাগত ছাত্ররা হলের ভেতরে প্রবেশ করে এবং তাকে কেন্দ্র করেই বার কাউন্সিল লিখিত পরীক্ষা স্থগির করে দেয়া হয়। শিক্ষার্থীরা সময়ের আলোকে ডট কম কে বলেন, সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয় কিন্তু ১০:৩০ মিনিটের মাথায় মোহাম্মাপুিমি. মহিলা কলেজ থেকে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীরা এসে মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা না দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এবং তাদের কাছ থেকে প্রবশ পত্র নিয়ে ছিড়ে ফেলে।
তাদের সবার কাছ থেকে খাতা ও প্রশ্ন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আগুনে সব পুড়িয়ে দেয়। পরীক্ষা দিতে না পাড়ায় পরীক্ষার্থীরা বলেন, প্রায় দেয় ঘন্টা পরীক্ষা দেয়ার পরে হঠাৎ করে বাহীর থেকে কিছু সংখ্যক বহি:রা গত ছাত্র ছাত্রীরা এসে আইন শৃঙ্খলা বাহীনিকে তোয়াক্ষা না করেই ভিতরে ঢুকে যায় এবং পরীক্ষাথীদের মধ্যে সংশয় ও ভীতির সঞ্চয় করে এবং কলেজে অনেক ভাংচুর করে।
এবং যারা খাতা, প্রবেশপত্র ও প্রশ্ন দিতে না করে তাদের উপর আক্রমন করে। অবস্থার অবনতি হলে বার কাউন্সিল পরীক্ষা না দিয়ে ছাত্র ছাত্রীরা বাহিরে চলে আসে এবং বিশৃঙ্খলা সৃষ্টির এক পর্যায়ে পরীক্ষা স্থগির করা হয় ।
Leave a Reply