প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘আজকে শিক্ষার্থীরা নৈতিকতা ভুলে যাচ্ছে। তারা কেবল সার্টিফিকেট-নির্ভর শিক্ষার দিকে ঝুঁকছে। অথচ তারা ভুলে গেছে সার্টিফিকেট বেশিদিন কাজে লাগে না।’
শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঠক ফোরামের নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান আজিজুল হক বলেন, ‘সার্টিফিকেট জীবিকার জন্য, চাকরি পাওয়ার জন্য সাময়িক কাজে লাগে। শিক্ষার্থীদের উচিত নৈতিকতা ও জ্ঞান অর্জন করা। জ্ঞানের শিখা সারাজীবন কাজে লাগে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পাঠক ফোরামের উপদেষ্টা অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা কেএম আরিফ উদ্দিন (আরিফ হাসনাত) প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম।
অনুষ্ঠানের শুরুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্টৃ্কত করা হয় এবং ফুল ছিটিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়।
Leave a Reply