রাজু আহমেদ
মিরপুরের ভাষানটেকের ধামালকোর্ট তিন নম্বর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট টানা কয়েক ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যায় বস্তির ভিতরে থাকা মাদ্রাসা ও ঘর।
তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের প্রকৃত কারন না জানা গেলেও এলাকাবাসীর কেউ কেউ দাবি করছেন, একটি খাবার হোটেলের গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কেউ কেউ দাবি করেন,হোটেলের পেছনের একটি বাসার গ্যাস সংযোগ বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি ডাইরেক্টর মোঃ সালেহ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ টি ইউনিটকে সাথে নিয়ে টানা কয়েক ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো সুনির্দিষ্টভাবে জানা যায় নি।
তিনি আরো জানান,এঘটনায় তিন অথবা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিন কার্যদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারন নির্ণয় করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
Leave a Reply