অফিস শেষে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন ঢাকাটাইমসের সাংবাদিক আল-আমিন রাজু। গতকাল বুধবার (০৪ আগস্ট) রাত নয়টার দিকে রিক্সায় করে বাসায় ফেরার পথে ধানমন্ডির ২৭ নম্বরের পশ্চিত মাথায় আই হাসপাতালের উল্টো পাশে ছিনতাইয়ের শিকার হন তিনি।
ছিনতাইয়ের শিকার সাংবাদিক আল-আমিন রাজু বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতাে মােহাম্মদপুরের নবীনগরের বাসায় ফিরছিলাম। আমি ও আমার এক সহকর্মী রিকশায় করে আসার পথে ধানমন্ডি ২৭ এর পশ্চিম মাথার হােয়াইড প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে আসার পরেই পেছন থেকে আসা একটি মােটরসাইকেলের পেছনে বসা এক যুবক আমার হাতে থাকা মােবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরাে বলেন, আজ আমি করােনা ভাইরাসের টিকা নিয়েছি। টিকা নেয়ার পরে শারীরিক অসুস্থ থাকায় থানায় যেতে পারিনি। তবে আমার মােবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বাইকে থাকা দুজন সাতমসজিদ রােড দিয়ে ঝিগাতলার দিকে চলে গেছে।
ঘটনাস্থল ২৭ এর মােড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন রিকশা চালকরে সঙ্গে কথা বলে যানা যায়, এই সড়কে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই সড়কটি দুই থানা ও জোনের সীমানা হওয়া অনেকটা আইনশৃঙ্খলা অবহেলিত বলছেন কেউ কেউ।
এ বিষয়ে ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মাহবুব জানান, মটরসাইকেলে করে ছিনতাই এর এমন ঘটনা গতো কয়েকদিন যাবত আমাদের কাছে অভিযোগ এসেছিলো। তখন আমরা বিভিন্ন জায়গায় সিসি ফুটেজ বিশ্লেষন করে কয়েকজনকে আটক করেছি। এমন ঘটনা আসলে দুঃখজনক।
এছাড়াও, এরা রাজধানীর বিভিন্ন এলাকায় মটরসাইকেলে করে ছিনতাই করে পালিয়ে গিয়ে এক থানা থেকে আরেক থানা এলাকায় আত্মগোপনে থাকায় তাদের আটক করতে আমরা হিমশিম খেতে হয়। আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন সিসি ফুটেজ কালেকশন করে মাঠে নেমেছি। আশা করছি তাদের আমরা আটক করতে সক্ষম হবো।
Leave a Reply