শেখ মোবারক
নরসিংদী রায়পুরা উপজেলা মহেশপুর ইউনিয়ন মানিক নগর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদের পূত্র মােঃ জামিল বয়স (২৬/২৭) বৎসর পেশা ছাত্র গত ২৭শে মার্চ ২০১৯ইং ভােরে মহেশপুর সরকারী প্রাইমারি স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যুবরন করেছে এই অস্বাভাবিক মৃত্যুটি এলাকায় জনমনে চরম আতঙ্ক ও সন্দেহের সৃষ্টি করেছে এবং এলাকাবাসিকে জিজ্ঞাসাবাদে জানাযায় ঘটনাটি মদ্যপান জনিত দূর্ঘটনা জনক কিন্তু মৃত জামিলের চাচা মহেশপুর ইউনয়ন চেয়ারম্যান আব্দুর রউফ বিষটি শক্রতা মুলক ও পরিকল্পিত হত্যাকান্ড দাবী করছেন। এবং সেই রাতে জামিলের ঘনিষ্ঠ সঙ্গি মােঃকাউসার,জাকির ,সােহেল, মােঃতাসিফ ও শুভকে মৃত্যুর দায়ী করছেন, এই মৃত্যুর বিষয়ে স্কুলের দারােয়ান করিমকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে-জামিল ও তাহার ৫জন বন্ধুরা ২৬শে মার্চ ২০১৯ইং রাতে স্বাধীনতা দ্বিবস উৎযাপনের লক্ষে স্কুলের ছাদে গান বাজনা ও মদ্যপান ইত্যাদি উৎসবে মেতে ছিল। কিন্তু ভাের আনুমানিক ৫.৩০/৬.০০ঘটিকায় স্কুলের ছাদ বরাবর বারন্দায় জামিলকে রক্তাত্ত উপড় হয়ে গােঙ্গড়াতে দেখে দারােয়ান চিৎকার করলে লােকজন ছুটে আসে এবং তাহাকে উদ্ধার ও দ্রুত হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত কিছুক্ষনপর মৃত্যু বরন করে ।ডাক্তারী রিপাের্টে প্রথমিক ভাবে জানায় যে -জামিল মদ্যপান অবস্থায় উপর থেকে পড়ে মাথায় গুরুতর আঘাৎ ও অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু ঘটেছে । পুলিশ পরিদর্শকের ভাষ্য অনুসারে প্রাথমিক ভাবে ধারনা করছে যে-জামিল মদ্যপানে নিয়ন্ত্রন হাড়িয়ে উপর থেকে লাফদিয়েছে বা শত্রুতা মুলক কেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্ত ও সঙ্গিদের জিজ্ঞাসাবাদে সার্বিক অনুসন্ধানে মৃত্যুর রহষ্য উৎঘাটন করা হবে। এই সংবাদ প্রকাশিত হওয়া অব্দি থানায় কোন অভিযােগ দায়ের বা গ্রেফতার করা হয় নাই তবে চেয়ারম্যান মামলার দায়ের করার প্রস্তুতি চলাচ্ছেন বলে নিশ্চিত করেন।
Leave a Reply