স্টাফ রিপোর্টারঃ
কটিয়াদী উপজেলার বাহের পাথর গ্রামে মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ- রুবেল মিয়া,একজন কাতার প্রবাসী) বর্তমানে তার দুই টা কিডনি নস্ট হয়ে মিত্যুর সাথে প্রহর গনছে হাসপাতালের বেডে। তার কিডনি ট্রান্সপ্লাফার করতে প্রায় ১০ দশ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় মেডিক্যাল ডাক্তার। এমতো অবস্হায় প্রবাসী রুবেলের পরিবারের পক্ষে এত টাকা যোগানো অসাধ্য হয়ে পড়ছে । তাই রুবেলের বাবা মা তাদের ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা জন্য সাহায্যে কামনা করেন। এমন মানবিক আবেদনের সংবাদ আসে কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জনাব মোঃ- সোলায়মান হোসেন পাশার নিকট । সাধারণ সম্পাদক বিষয়টি সংগঠনের সকল সদস্যর নিকট বিষয়টি উপস্থাপন করলে, সংগঠনের সকলে প্রবাসী রুবেলের চিকিৎসার জন্য আর্থিক অনুদান ব্যাবস্থা করতে সাংগঠনিক সিদান্ত নেন। এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর রোজ মঙ্গলবার কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশনর পক্ষ থেকে প্রবাসী রুবেলের চিকিৎসার খোঁজ খবর নিতে ও আর্থিক অনুদান দিতে ঢাকা শ্যামলী সিকিউরিটি হাসপাতালে যান এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ-সোলায়মান হোসেন পাশা, দপ্তর সম্পাদক মোঃ মুখলেছুর রহমান, আইন বিষয় সম্পাদক মোঃ কামরুল হাসান। এ সময় প্রবাসী রুবেলের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগত ২৩ হাজার টাকা আর্থিক অনুদান করেন কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশন। এরমক মানবিক কাজে সহযোগিতা করতে পেরে “কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশন গর্বিত ” ভবিষ্যৎ এ এ ধরণের সকল ভালো কাজ অব্যবহত রাখতে কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশন নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।
Leave a Reply