নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৮ জানুয়ারী ২০২০ তারিখ শনিবার তাফিমুল ফারুক রাফিত (১৪) বছরের একটি ছেলে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় রাফিত এর গাঁয়ে ছিল কালো রংয়ের লেদার কোর্ট ও পড়োনে জিন্সের প্যান্ট। রাফিত মাদারীপুর জেলার সদর থানা এলাকার এওজ (চরমুগরিয়া) গ্রামের মোঃ শাহিন মুন্সীর ছেলে। রাফিত মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার হোস্টেলে থেকে ১০ম শ্রেনীতে লেখাপড়া করতো। ১৮ জানুয়ারী শনিবার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ী থেকে বের হয়। কিন্তু রাফিত মাদ্রাসায় পৌছে নাই এমনকি এখন পর্যন্ত বাড়ীতেও ফিরে আসে নাই। যদি কোন স্বহৃদয় ব্যক্তি তাফিমুল ফারুক রাফিত (১৪) এর সন্ধান পেয়ে থাকেন তাহলে রাফিত এর বাবা (শাহিন মুন্সী, মোবাইল নং-(০১৫৩৭১২৮৩৯৯), মাদারীপুর সদর থানা অথবা মাদারীপুর ক্যাডেট মাদ্রাসায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় নিখোঁজ/হারানো সংক্রান্তে একটি সাধারন ডায়েরী করা হয়েছে।।
Leave a Reply