শাহরিয়ার মাসুম
আজ মিরপুরে বিভিন্ন জায়গায় মুজিব সেনা ঐক্য লীগ এর উদ্যোগে করোনা মহামারীতে সাধারণ মানুষের মাঝে মাক্স ও পিপিই বিতরণ করা হয়। মাক্স ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না এই স্লোগান কে সামনে রেখে মাক্স ও পিপিই বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর মুজিবসেনা ঐক্যলীগ এর সংগ্রামী সেনারা।
এই সময় পথচারী, খেটে খাওয়া মানুষ ও জন সাধারনের মাঝে মাস্ক ও পিপিই বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন – ঢাকা মহানগর উত্তর মুজিবসেনা ঐক্যলীগ এর আহ্বায়ক গোলাম কিবরিয়া মিয়াজি।
এস.আরফিন (বাদল) যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর উত্তর মুজিব সেনা ঐক্য লীগ। মোঃমশিউর রহমান স্বপন ৩ নং ওয়ার্ড যুবলীগ উত্তর। মোঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ ৯৪ নং ওয়ার্ড কাফ্রুল , ঢাকা মহানগর উত্তর।
Leave a Reply