আসাদুজ্জামান
গত ১৯ শে মার্চ২০১৯ইং রাতে চাটখিল উপজেলায় নারায়নপুর বাসিন্দা ও এলাকার বিশিষ্ট রাজনৈতীক ব্যক্তিত্ব শ্রী বাসুদেব নাথের কুমাড়ী কন্য উর্মিলা রানী বয়স(২২) বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজ কক্ষে গলায় ফার্সি দিয়ে আত্নহত্যা করেছে ফলে এইরুপ হৃদয় বিদারক অনাকাঙ্খীত আত্নহুতি ঘটনাটি এলাকাবাসির মধ্যে ভিষন শোকের পরিবেশসহ চরম জলপনা /জটিলতার সৃষ্টি করেছে প্রতিনিধি এলাকার লােকজনের মাধ্যমে জানতে পারে যে, একই উপজেলায় ঘাটলাবাগ গ্রামের কট্টর পন্থি মুসলমান গােলাম মােহাম্মদের পূত্র মােঃফাহাদ বিন গােলামের সাথে মেয়েটির গভীর ভালােবাসা গড়ে উঠলে একপর্যায় মেয়েটি অন্তসত্বা হয়ে পড়ে। কিন্তু উভয় পরিবার ধর্মের দেয়ালে বাধার সম্মুখিন হওয়াতে ছেলেটি মেয়েকে প্রত্যাক্ষান করায় অবশেষে বাধ্যহয়ে আত্নহত্যার পথ অবলম্বন করে। এই আত্নহত্যার বিষয় মেয়ের পরিবার থেকে জানাযায় যে-ছেলেটি মেয়ের সহপাঠি এবং সুপরিকল্পীত উর্মিলাকে নিজের জালে ফাসীয়ে ভােগসামগ্রী হিসাবে উপভােগের পর সমাজের কাছে হেপতিপন্ন করায় অবশেষে উর্মিলাকে আত্নহত্যায় বাধ্য করেছে। যাহার কারনে উর্মিলার পরিবার এই ঘটনাটি প্ররােচনা মুলক অপমৃত্যু বা হত্যা চিহ্নিত করে থানায় মামলা দায়ের করেছেন এবং আসামী আত্নগােপনে আছেন। থানায় যােগাযােগে অভিযােগের বাস্তবতার বিষয় নিশ্চিত হয় যে-মামলাটি বর্তমানে তদন্ততনাধীন চলমান আছে।
Leave a Reply