সবুজ আহমেদ
বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত,ঢাকা নিয়ন্ত্রনীত বিচারীক আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিশেষ ট্রাইব্যুনাল ,ঢাকা, এজলাশ নং-০৫,এর বিচারাধীন- ডেমরা থানা মামলা নং-৫৩(৬)১৭, জি.আর. নং৩৮৮/১৭,তাং-৪/০৪/২০১৭ইং,দন্ডবিধি মাদকদ্রব্য আইনে ১৯এর ৯(খ)ও ১০(খ)ধারা ধর্তব্য, এবং দায়রা মােকাদ্দমা নং-৩২৫৫/১৭,মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-১০৭৬/১৯,তাং২১/০৮/১৯ইং,জেলা-ঢাকা,মামলাটির বিচারক নিষ্পত্তির জন্য বিজ্ঞ মাদকদ্রব্য নিয়ন্ত্রন বিশেষ ট্রাইব্যুনাল ,ঢাকা অভিযুক্ত ৮জন আসামীকে ১৪ই জুলাই ২০২১ইং বিচারক শুনানী দিন ধার্য মােতাবেক সমন ও নােটিশ জারি করিয়াছিল কিন্তু চলমান ভয়াবহ মহামাড়ী করােনার পরিস্থিতির জন্য বিচার কার্যক্রম সাময়িক স্থগিত ঘােষীত করা হয় এবং আগামী ১৪ই সেপ্টেম্বার ২০২১ইং সকাল ৯.০০ঘটিকায় আদালত চলাকালিন সময় ধার্য করিয়া প্রতিটি আসামীগন ১।নজরুল ইসলাম,পিং-রফিকুল ইসলাম, ২।জাকির হােসেন,পিং-আবু ইউসুফ,৩। মৌসুমি আক্তার ,সাং-জিয়াউল কবির অপু, ৪।সাফায়েত ইসলাম,পিং-মােঃ কনােক ইসলাম,৫।আতিকুর রহমান পিং-আরিফ রহমান,৬। সিফাত হােসেন,পিং-সুমােন হােসেন,৭।সাইফুর রহমান,পিং-মৃত হাজী মুখলেছ উদ্দিন,৮। সামিউল হাদিস,পিং-শফিকুল ইসলামগনকে তাহাদের নিযুক্ত আইনজীবিসহ উভয় পক্ষের স্বাক্ষী সমেত হাজির হওয়ার জন্য বিশেষ অবগত করা হইল। অন্যথায় যেকোন কারনে অনুপস্থিতর জন্য আসামীদের অবর্তমানে/অনুপস্থিতিতে বিচারকার্য সমাপন ও কঠোর সীদ্ধান্তর ফলাফল ঘােষীত ও ভােগকরতে হবে। আদেশ ক্রমে মনােয়র মুরশেদ অফিস সুপার, বিচার বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রন ট্রাইব্যুনাল জেলা-ঢাকা তাং-৫ আগষ্ট ২০২১ইং।
Leave a Reply