মোহাম্মদপুর ঢাকা উদ্যানে প্রভাতি আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষিকা ঝর্ণা আক্তারের উপর স্কুলের বেতনকে কেন্দ্র করে মারধর ও স্কুল ভাংচুর এর অভিযোগ।
মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ৪ নাম্বার রোড ব্লক ডি প্রভাতি আইডিয়াল স্কুল প্রধান শিক্ষক এই স্কুলের এক ছাত্রীর অভিবাবকের কাছে টাকা চাইতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উক্ত শিক্ষককে অপমান করে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গতকাল ছাত্রীর পিতা- মোঃ হোসেন আহমেদ, মা- শাকিলা বেগম ও তার ছেলে এসে প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে লাঠি দিয়ে মারধর করে। এছাড়াও সিসি টিভি ফুটেজ ও তার ছেলে কে লাঠি নিয়ে স্কুলে প্রবেশ করতে দেখা যায়। সিসিটিভির ফুটেজ রেকর্ডে দেখা যায় শিক্ষককে মারধর করে তারা হেটে চলে যায় কেউ কোন প্রকার আঘাত পায় নি। প্রভাতি আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ছাত্রীর বাবা-মা বেতন বেশি চাওয়ার দাবিতে এই ঘটনা ঘঠান।দকিন্তু সাজানো হয়েছে ছাএীকে কপাল ফাটানোর হয়েছে শিক্ষকের বিরুদ্ধে । সমাধানের কথা বলে হান্নান সরদার ও ভুয়া পুলিশের পরিচয়ে সোহেল রানা ২০ হাজার টাকা দাবি করে এই শিক্ষকের কাছ থেকে। এবং হান্নান সরদার বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যায়। স্কুলের ছাএ ছাএী ও তদের অভিবাবক দের দাবি পুরো বিষয় টিকে আইনের আওতায় এনে সঠিক বিচার বিচার এর মাধ্যমে দৃষ্ঠান্ত মুলক শাস্তি চান।
Leave a Reply