আজ বই মেলায় পেন্সিল পাবলিকেশনস এর প্রকাশনায় শহীদুল ইসলাম এর লেখায় উপন্যাস এর মোড়ক উন্মোচন করা হয়,উপন্যাসের নাম “ক্ষত” আজ বই মেলায় লেকের পূর্ব পাড়ে ১০৫ নং পেন্সিল স্টলের কাছাকাছি এবং ১০৮ নং স্টলের উত্তর পাশে খালি বিকেল ৪ঃ৩০ টায় এই উপন্যাসের মোড়ল উন্মোচন করা হয়।
উপন্যাসের লেখক শহীদুল ইসলাম বলেন-
এটি একটি সমকালীন সামাজিক উপন্যাস যা নরনারী দাম্পত্য জীবনে চিরন্তন দন্দের কাহিনি নিয়ে এই উপন্যাসটি রচিত পারিবারিক জীবনের দাম্পত্য এবং তার থেকে কিভাবে বের হয়ে আসবে সেই ব্যাপারেও আলোচনা করা হয়েছে এবং এটি পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশ্বাবাদী।
Leave a Reply