আজ সােমবার, সকাল ১১.০০ টায়, মিরপুর পশ্চিম শেওড়াপাড়া (কেন্দ্রীয় মসজিদের পাশে), পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী’র শেওড়াপাড়া আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী এর সম্মানিত চেয়ারম্যন ও ব্যবস্থাপনা পরিচালক মােমিন উদ দৌলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী এর পরিচালক মােঃ আব্দুল বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী এর সম্মানিত চেয়ারম্যন ও ব্যবস্থাপনা পরিচালক মােমিন উদ দৌলা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী “প্যাশন ফর ফুড সিকিউরিটি এন্ড সেফটি” এই আদর্শকে বুকে ধারন করে গুণগতমান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এর মাধ্যমে ভােক্তাদের দোরগােড়ায় পণ্য পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরাে বলেন, খাদ্যের কোয়ালিটি অক্ষুন্ন রাখতে আমরা কখনােই কোন প্রকার কম্প্রেমাইজ করিনা এরই লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পিউরাে পেস্ট্রি এন্ড বেকারীর যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ্ আজকে যার ১৩ তম আউটলেট এর শুভ উদ্বোধন করা হল। রাজধানীতে আরও এই ধরণের বেশকিছু আউটলেট স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, ইতােপূর্বে গত ২৭ জুলাই ২০১৯ গুলশান এভিনিউ এর রুপায়ন গােল্ডেন এজ টাওয়ার এ শপ,নং -১৭, নিচতলা (পিউরাে ফুডস লি:এর পিউরাে পেস্ট্রি এন্ড বেকারী এর প্রথম আউটলেটটি চালু করা হয় এরপর একে একে উত্তরা ১ নং সেক্টরে, গরীবে নেওয়াজ সেক্টর ১১, মহাখালীর এসকেএস টাওয়ারে, ধানমন্ডির আনাম রত্যাংগস প্লাজায়, আওরঙ্গজেব রােড মােহাম্মদপুরে, লেকসিটি কনকর্ড খিলক্ষেতে, গুলশান ১ নং এর ইসলাম ম্যানসনে, বনানীর নাভানা রওশন সায়েদ প্লাজা, মিরপুরের পল্লবীতে এবং বনশ্রী আউটলেটসহ পিউরাে পেস্ট্রি এণ্ড বেকারীর ১২টি আউটলেট স্থাপন করা হয়েছিল।
Leave a Reply