রাজীব হোসেন কুমিল্লা (দাউদকান্দি)
দাউদকান্দি পৌরসভা বাজারে দূর্বৃত্তদের চাদাঁবাজি কেন্দ্রীক জাসদ সদস্য ও ব্যবসায়ী মোঃ কাসেমকে গত ৪ই জানুয়ারী ২০২১ইং সন্ধায় জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে জাসদ (রব) সহ বিরোধীদলীয় সমর্থকরা গত ৭ই জানুয়ারী ২০২১ ইং বিকালে দাউদকান্দি সরকারী পাইলট স্কুল প্রাঙ্গনে ক্ষমতাশীন দলীয় চাদাবাজ সন্ত্রাসী ও আইন সংস্থার বিরুদ্ধে কঠোর সমালোচনা প্রতিবাদী সভা মৌন মিছিলের আয়োজন করেন।
এইসভা শেষে প্রতিবাদীরা নিজনিজ গৃহে ফেরার পথে দূর্বৃত্তরা প্রতিশোধ পড়ায়ন হয়ে জাসদের ৪জন নেতাকর্মির উপর ধারালো হাতিয়ার দ্বারা বর্বরচীত হামলা চালিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।এই হামলায় ভিকটিম ১।মোঃ ফাইম হোসেন(২১),পিং-মোঃশাহআলম, ২। মোঃসিহাব আলম (২৮), পিং-বদ্রুলহক,৩।সমীর দাস (৩৩)পিং-অমিত দাস, ৪। তাপশ হাসান (২৪),পিং-মোতালেব হাসান গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিকরা হয়।
কিন্তু মাথায় গুরুতর আঘাৎ ও রক্ত ক্ষরনের কারনে মোঃ ফাইমকে সেই রাতে কুমিল্লা মেডিক্যালে ভর্তিকরা হলে চিকিৎসারত গতকাল বুধবার ১৩ইং জানুয়ারী ২০২১ইং ভোরে মৃত্যু বরন করে। এই বর্বরচীত হামলা ও নির্মম হত্যার কারনে ভিকটিমরা দাউদকান্দি থানায় ১০জনকে অপরাধী চিহ্নিত করে ১। মোবারক হোসেন (৩৭),পিং-হাজীকামাল, ২।রোকন উদ্দিন(২৭), পিং-মোঃসাইদ, ৩।বাবুল আহমেদ(৩২),পিং-ওসমান আহমেদ ৪।শেখ ইমরান (২৪), পিং-শেখ আজাদ, ৫ আফতাব উদ্দিন (৩৯),পিং-সালাউদ্দিন, ৬। ইব্রাহিম মাসুদ (৩৪), পিং- আব্দুল মতিন,৭।মোঃইসমাইল (৪০),পিং-হাবিব মিয়া, ৮। মিজানুর রহমান মিজু (৩৫),পিং-হায়দার আলী, ৯।মোঃশরফুদ্দিন(৩২),পিং-মোঃমুসলিমউদ্দিন,১০।রাজিব চৌধুরী(৩২),পিং-মমিন চৌধুরীগনের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা দায়ের করেন।
কিন্তু প্রতিনিধি থানায় যোগাযোগের মাধ্যমে জানতে পারেন যে-আইন সংস্থা যথাযথ আইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।থানার ও/সি সংবাদ প্রতিনিধি ও ভিকটিম পরিবারদের নিশ্চিত করেন যে-অপরাধী যেই দলের হোকনা কেন আইনের অধিনে তাহাদের কোন ছাড় বা রেহাই দেওয়া হবে না। বর্তমানে মামলাটির অভিযোগ আই/ওর তদন্তনাধীন চলমান আছে এবং ভিকটিম পরিবারে সাথে যোগাযোগে জানতে পারেন যে- ৩জন গুরুতর আহতরা এখনো সুস্থ্যতা লাভ করেন নাই এবং তাহারা চিকিৎসাধীন আছে।
Leave a Reply