1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার ইটনায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার, সংঘর্ষে আহত ১ শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? আইন কী বলে জুডিশিয়াল ক্যু’র মাধ্যমে ড. ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা যেত কী: আইন ও বাস্তবতার বয়ান প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মাস্টাররুলে কর্মরত কর্মচারীদের স্থায়িত্বকরণে মানববন্ধন মৌলভীবাজার রাজনগর উপজেলায় বিএনপি নেতার বাড়ীতে যৌথবাহিনী হামলা ও মামলা বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ করবেন, আইন কী বলে মুন্সিগঞ্জ টুংগিবাড়ী উপজেলায় বিএনপি নেতা দোলন ও কুমারী মুসরাত গুমের চাঞ্চল্যকর ঘটনা ফেনী সদর উপজেলা মধুপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা ও ডাকাতি

মৌলবাদিদের দৌরত্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ বার
অদ্য আমি চলমান তথাকথিত ধর্মকেন্দ্রীক সমাজে মূখোশধারী একশ্রেনীর ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েমের উপর কিছু বাস্তব চিত্র প্রসঙ্গে বিশেষ সমিক্ষার পরিসংখ্যান আপনাদের মাঝে তুলে ধরছি। আমি নিশ্চিত যে, এই প্রতিবেদন সহজে কোন প্রচার মাধ্যমে প্রকাশিত করা সম্ভব নয় এবং এইরুপ কিছু বাস্তবচিত্র জনসম্মুখে উনমোচন/আবৃতী করলে নির্ঘাৎ মৌলবাদ চক্রের বর্বরোচিত ধর্মীয় আইনে কঠোর নির্যাতন যাহা একপ্রকার আত্নহত্যার সামিল গন্নিত হতে হবে। ফলাফল সরুপ বাস্তবীক দৃষ্টিপটে আমি ধর্ম নিরপেক্ষে বিশ্বাসীও স্বাধীনমনা একজন সংবাদীক হিসাবে দেশে একশ্রেনীর ধর্মীয় কুসংস্কার ভুক্ত অজ্ঞতা ও অন্ধত্ববাদ চিন্তাচেতনার সমালোচনা করতে গিয়ে আমাকে ধর্মবাদীদের দ্বারা প্রতিনিয়ত জীবন নাশের ভীতকর হুমকির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তবুও চলমান কট্টর পন্থী ইসলামী মৌলচক্রের দাপট ও ক্ষমতাশীন সরকারী আইন প্রশাসন যাহা একযুগেরও বেশী সময় যাবৎ রাষ্ট্র যন্ত্রের চাবিকাঠির অনৈতীক প্রভাবে ইচ্ছা মতন পরিচালিত করে মৌলবাদীদের প্রশ্রয়ের মাধ্যমে মুক্তমনা সুশিল চিন্তাশীল জনগনকে জিম্মি করে রেখেছেন যাহার বাস্তব নগ্ন চিত্রর কিছুটা পটভুমি আমার এই প্রতিবেদনে বর্ননা করছি।
বিষয়টি খুব বেশী দিনের নয় যাহার সার্বিক অনৈতীক কার্যকলাপের কঠোর সমালোচনার বিবরন বিশ্ববাসী বরাবর ওয়াকিফহাল আছেন।আমি এই নবীন বয়সে সাংবাদিকতা পেশায় অবতীর্ণ  হওয়ার পর বিরতিহীন সমাজে ঘটে যাওয়া প্রতিনিয়ত বিভিন্ন অনৈতীক কর্মকান্ডর প্রতিচ্ছবি জগনের কাছে লেখার মাধ্যমে তুলেধরার প্রয়াস চালিয়ে আসছি যাহার মুল প্রেক্ষাপট রাজনীতিক শাসন ও শোষন ব্যবস্থার ছত্রছায়ায় মৌলবাদী চক্রের দাবানলের বিভিষীখাময় অধ্যায়ের সাথে জীবন মরন সংঘাতের পটভূমি ।
আমি যদিও মুসলিম রক্ষনশীল পরিবারের সন্তান কিন্তু যুগের বিবর্তনের সাথে আধুনিক জীবন যাত্রায় তালমিলিয়ে অন্ধত্ব ধর্মকেন্দ্রীক চিন্তা চেতনাকে কখনো প্রাধান্য না দিয়ে বিজ্ঞান ভিত্তিক বাস্তব ও সৃজনশীল জীবন যাত্রার প্রতি সম্মানয় মতামত ব্যক্তকরে আসছি। এমনকি আমাদের সমাজে মৌল চেতনায় গড়ে উঠা কিছু শিক্ষিত যুব-সমাজের বর্বরোচিত নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আইন সংস্থার দ্বারা আমাকে বহুবার কঠোর প্রতি বন্ধকতার সম্মুখিন হয়ে আসছি। আমাদের দেশে রাষ্ট্রীয় সংবিধান ও নিতিমালা গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষ বিশ্বাবাসি স্বাধীন দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি কিন্তু প্রতিনিয়ত দেখা যায় যখনি সংখ্যালঘুদের কোন ধর্মীয় অনুষ্ঠান উৎযাপিত হয় ঠিক তখনী সমাজে ইসলামপন্থী কিছু মৌলবাদী চিন্তা চেতনার জনগোষ্ঠি চক্রান্ত মুলক অনৈতীক অঘটন ঘটিয়ে দেশের মধ্যে ভয়াবহ নরকীয় পরিস্থিতির সৃষ্টিকরে আসছে।
বিশেষ দৃষ্টিতে আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ছাত্র বিজয়দাস তিনি অত্যন্ত সুশিক্ষিত সুশিল ও মানবতার সমর্থক হিন্দুকে গত ৫ই সেপ্টেম্বর  ২০২১ইং সন্ধায় আনসার আল ইসলাম সংগঠনের কলেজ শাখার সদস্যরা ক্যাম্পাসের বাহিরে নির্মম ভাবে কুপিয়ে হত্যাকরে এবং আইন সংস্থা হত্যা কারিদের পরিচয় জানার পরেও এখনো আইননানুগ কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। উপরন্ত একশ্রেনীর  জনগোষ্ঠি রাজনৈতীক ফয়দা আদায়ের লক্ষে বিগত ১৩ই অক্টোবর ২০২১ইং সালে কুমিল্লায় দূর্গাপুজা মন্ডপে মূর্তির পায়ে সুপরিকল্পীত পবিত্র কোরআন শরিফ রেখে সাম্প্রদায়িক দাঙ্গার বিভিষীখার উৎপত্তি ঘটায় এবং যাহার নির্মম ফলাফল হিসাবে প্রচুর নিরিহ সংখ্যা লঘুদের জীবন দিতে হয়। আমি একজন প্রত্যক্ষদর্শী স্বাক্ষি হিসাবে ব্যক্ত করছি যে- আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত কিছু উদিয়মান শিক্ষিত যুবকরা একশ্রেনীর ধর্ম ব্যবসায়িদের ভ্রষ্টচারী জঙ্গি নৈতীকতায় আসক্ত হয়ে চরম বিতর্কীত ধর্ম ব্যবস্থাপনায় নিজেদের জড়িয়ে জীহাদ নামক মানবতা পরিপন্থী সংগ্রামী কার্যকলাপ চালিয়ে আসছে। যাহাদের মূখ্য উদ্দেশ্য আইএসএ সংগঠনের নির্দেশনায় ইসলামি জীহাদের নামে ভিন্নধর্মী সংখ্যলঘু ও ইসলাম বিদ্দেশি জ্ঞানী গুনি ব্লগার ব্যক্তিদের নির্মম হত্যা করা।
আমি বিশ্ববিদ্যালয় এই সংগঠনের বেশ কিছু সদস্য ও সমর্থকদের কার্যকলাপের উপর গোপনে নজরদারী চালিয়ে নিশ্চিত হয়েছি যে-ইসলামি ষ্টাডি, বাংলা ও সমাজ বিজ্ঞান বিভাগের ১২/১৪জন ছাত্ররা বাংলা ভাইয়ের অনুসারী হিসাবে আসনার আল ইসলাম সংগঠনের ছত্রছায়াতে মদত পৃষ্ট এবং সিলেটের প্রত্যন্ত পাহাড়ী দূর্গম অঞ্চলসহ দেশের বিভিন্ন শহরে তাহাদের ঘাটি গুলী আইএসএস চেইন অব কমান্ডের দ্বারা নিয়ন্ত্রীত হয়ে আসছে। ফলে আমি সরকার ও আইন সংস্থার প্রতি প্রবল দৃষ্টি আকর্ষন করছি যে-প্রশাসন যদি দ্রুত কোন ব্যবস্থা না গ্রহন করেন তবে যাহার ভবিষ্যৎ ভয়াবহতা জাতীকে বহন করতে হবে।
তানভীর আহমেদ
ক্রাইম রিপোর্টার, প্রতিদিনের সিলেট বানী
সম্পাদক ও সম্পাদনায়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com