বিশেষ বিজ্ঞপ্তী
বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
এজলাশ নং-০১,মহানগর,সিলেট 1
আসামিকে বিচারীক টাইব্যুনালে হাজির হওয়ার বিশেষ নোটিশ
সূত্রঃদায়রা মোকাদ্দমা নং-১৪৯৮/১৯,নাঃশিঃনিঃদঃট্রাঃমোকাদ্দমা নং-৩৫/২০২০, তাং-৩/১১/২০ইং
মামলা পরিচিতিঃ বিমান বন্দর থানা মামলা নং-২৫ (৭) ১৯,জি.আর.নং-২০৫/১৯, তাং-২২/০৭/১৯ইং দন্ডবিধি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ইং (সংশোধনী আইন ২০০৩) এর ৭/১/(১)/৩০ ধারায় অপরাধ ধর্তব্য ।
প্রতিঃ অভিযুক্ত পলাতক আসামি শ্রী নৃপেন্দু শেখর দেবনাথ (৪২),পিতা-শ্রী নিখিলেশ দেবনাথ ও মাতা- বেলা রানী নাথ, ঠিকানাঃ সাং-রংধনু ১৯০/৬ চৌকিদেখী,পোষ্ট ও থানা-বিমান বন্দর, মহানগর জেলাঃ সিলেট এর প্রতি বর্তিত উক্ত অভিযোগের মামলাটি আশু বিচারীক নিঃস্পত্তির লক্ষে এই বিজ্ঞপ্তীর মাধ্যমে জ্ঞাত করা হচ্ছে যে-আগামি ২২ শে ফেব্রুয়ারী ২০২১ ইং রোজ সোমবার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এজলাশ নং-০১, এর বিজ্ঞ বিচারক জনাব-মোহিতুল ইসলাম রতি (সিনিয়র জেলা জজ) এর সম্মুখে আপনি ও নিয়োজীত বিজ্ঞ আইন জীবিসহ স্বশরীরে উপস্থিত হওয়ার আদেশ / অবগত করা হইল। অন্যথায় বিজ্ঞ ট্রাইব্যুনাল আপনার/ বিবাদীর অনুপস্থিতিতে যথাযথ বিচারীক কার্যক্রম সম্পাদন ও ন্যায় পড়ায়ন রায়/ সিদ্ধান্ত গ্রহনে বাধ্য থাকিবে।
আদেশ ক্রমে
কর্তৃপক্ষ (বিচার বিভাগ)
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
মহানগর, সিলেট।
তাং- ৪ জানুয়ারী ২০২১ ইং
Leave a Reply