1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :

জেলেনস্কির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে নারী আটক

  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৫৭ বার
ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা এসবিইউ প্রকাশিত অস্পষ্ট ছবিতে দেখায় যাচ্ছে, প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ওপর হামলাচেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। দেশটির নিরাপত্তা পরিষেবা এসবিইউ সোমবার জানায়, বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করার সময় জেলেনস্কির ওপর রাশিয়ার হামলার পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে একজন তথ্যদাতাকে আটক করেছে তারা।

এসবিইউ জানিয়েছে, আটক নারী দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের আগে তার ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন।সংস্থাটি একটি অস্পষ্ট ছবি প্রকাশ করেছে, যেখানে রান্নাঘরে মুখোশধারী কর্মকর্তাদের অভিযুক্ত নারীকে আটক করতে দেখা যায়।সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে।

এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার’ প্রস্তুতি নিতে সহায়তা করেছে। তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থানের তথ্য খুঁজছিলেন।সেই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি তুলেছেন এবং ব্যক্তিগতভাবে এলাকার পরিচিতদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।

এসবিইউর মতে, রাশিয়ান গোপন পরিষেবাগুলোতে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় কর্মকর্তারা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন।অভিযুক্ত নারী মাইকোলাইভ অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় ওচাকিভ শহরে থাকতেন এবং আগে সেখানে সামরিক ঘাঁটিতে একটি দোকানে কাজ করতেন বলে জানা গেছে। তাকে অস্ত্র ও সেনাদের গতিবিধি সম্পর্কে তথ্যের অননুমোদিত প্রচারের অভিযোগের মুখোমুখি করা হতে পারে।দোষী সাব্যস্ত হলে তাকে ১২ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে।

 

মস্কোর সামরিক বাহিনীকে তথ্য দেওয়ার জন্য ইউক্রেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত করে। জেলেনস্কি সোমবার টেলিগ্রামে বলেছেন, এসবিইউর প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই’ সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়েছেন। কাখোভকা বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যা সেখানে আঘাত হানার পর জুনে এবং গোলাবর্ষণের পর জুলাইতে জেলেনস্কি মাইকোলাইভ অঞ্চল পরিদর্শন করেছিলেন।

সূত্র : এএফপি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com