আমাদের প্রতিনিধি মুন্সিগঞ্জ থেকে প্রেরীত সংবাদ- শ্রীনগর উপজেলা কোলাপাড়া ইউনিয়ন অর্ন্তভুক্ত পাইকসা গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগের নেতা রেজাউল সাদিকের বাড়ীতে জামায়েত শিবিরের উপর দূর্বৃত্তরা গত ৫ই আগষ্ট ২০২৪ইং রাতে হামলা ভাঙ্গচুড়,লুটপাটর ও পরিবারের সবাইকে নির্মম মারধরসহ বড় পূত্র মোঃ তোহা হাসান (৩২)কে গুরুতর আহত অবস্থায় অপহরন করে নিয়ে যায়। এই নির্মম ঘটনার বাস্তবতার বিষয় প্রতিনিধি প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পাড়েন যে-স্থানিয় মাদ্রাসার প্রিন্সীপাল ও জামায়েত নেতা মৌলানা কারী মোঃ ইউসুফ মিয়ার কন্যাকে তোহা হাসান ভাগিয়ে বিয়ে করার কারনে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ভয়াবহ শত্রুতা চলমান আছে। জনতার আন্দোলনে রাজনৈতীক পট ও ক্ষমতা পরিবর্তনের ফলে প্রতিশোধ পরায়ন প্রতিপক্ষ প্রিন্সীপালের বড় পূত্র মৌলানা হাবিব উল্লাহর শিবির দূর্বৃত্তদের দ্বারা উক্ত রাতে হামলা ও নির্যাতন চালিয়ে তোহা হাসানকে অপহরন করেছে বলে দাবি করেন। এই প্রসঙ্গে ভিকটিম পরিবারের ফোনে যোগাযোগে জানাযায় যে-সদস্যরা গুরুতর আহত ও চরম ভীতগ্রস্থ্য হয়ে জীবনের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে আত্মগোপন ও চিকিৎসারত আছে। এ বিষয় ভিকটিম তোহার স্ত্রী এইরুপ হামলা ও স্বামিকে অপহরনের বিষয় সামরিক যান্তাদের নিকট অভিযোগ জানিয়েছে। কিন্তু চলমান অস্থিতিশিল পরিস্থিতির প্রেক্ষাপটে থানায় আইনি কার্যক্রম বন্ধ থাকায় সামরিক বাহিনী বিষয়টি পর্যবেক্ষন করছে তবে এখনো অপহৃত ব্যক্তিকে উদ্ধার বা তাহার জীবিত/মৃত কোন সংবাদ কেও জানেন না।
Leave a Reply