ঢাকার ধামরাই উপজেলা থেকে প্রতিনিধির সংবাদ-গত ৩রা এপ্রিল ২০২২ইং দুপুরে পুলিশ ফোর্স গোপন সূত্রে সংবাদের মাধ্যমে ধামরাইস্থ সাস নামক এনজিও প্রতিষ্ঠানে তল্লাসী চালিয়ে আনুমানিক দু লক্ষ পাচ হাজার জাল ১০০০ ও ৫০০ টাকার নোট জব্দ করতে সক্ষম হয় এবং প্রতিষ্ঠানে কর্মরত ফয়সাল রহমান নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করার বিষয় নিশ্চিত করেন।
এই চাঞ্চল্যকর ঘটনার বিষয় প্রতিনিধি স্থানিয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে-প্রতিষ্ঠানটি অনৈতীকভাবে জাল টাকা নিরিহ ঋন গ্রহিতাদের প্রদানের মাধ্যমে গুরুতর প্রতারনা করে আসছে। ফলে ঘটনাটি পুলিশ জানারপর প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে বেআইনি জাল টাকা উদ্ধার ও অভিযোগের সত্যতা উৎঘাটন করতে সক্ষম হয়েছে। প্রতিনিধি পরবর্তিতে জাল টাকার বিস্তারীত বিষয় জানার জন্য স্থানিয় ঋনগ্রহিতা বেশ কিছু সদস্যদের এই বিষয় জিজ্ঞাসা করলে তাহারা ভীতগ্রন্থ ও অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল এবং কোন মন্তব্য করতে না রাজ। তবে ২/৩জন নারী ক্যামেরার সামনে পরিচয় গোপন রেখে দাবী করেন যে-স্থানিয় প্রভাবশলী আক্কাস আলীর চক্র এই ঋনদাতা এনজিও প্রতিষ্ঠানের উপর চরম ক্ষিপ্ত। কারন,এলাকার গরীব চাষীরা ঋন নিয়ে স্বর্নিভর হওয়াতে এলাকায় কৃষি শ্রমীকের সংকট দেখা দিচ্ছে।
ফলে সম্পদশালী পরিবার কাজের লোকের অভাবে অন্য এলাকা থেকে বেশী টাকার বিনিময় চাষী শ্রমিক নিয়োগ দিয়ে ফসল চাষাবাদ ও বিভিন্ন কৃষী কার্যক্রম করতে বাধ্য হচ্ছে। প্রতিনিধি বিষয়টি বিশেষ গুরুত্বপাত করে সাভারস্থ সাস নামক এনজিওর কর্মকর্তাদের সাথে যোগাযোগে জানতে পারেন যে-জাল টাকা উদ্ধারের মাধ্যমে প্রতিষ্ঠানের উপর গুরুতর অভিযোগের ঘটনাটি স্থানিয় প্রভাবশালী মহলের সম্পূর্ন সুপরিকল্পীত চক্রান্তের বর্হিপ্রকাশ। কারন প্রভাবশালী ধনবান উচ্চবিত্ত মহল কখনো বা কোনভাবে এলাকার হতদরিদ্র গরীব চাষীদের আত্মর্নিভরশীল জীবন যাপনের প্রতি সমর্থন না করার বিশেষ লক্ষ যে-এতে তাহাদের ফসলি জমি চাষাবাদ ও কৃষী কার্যের জন্য শ্রমিকের ঘাটতি বড় ধরনের সমস্যার সম্মুখিন হতেহচ্ছে। ফলে প্রতিনিধি ধামরাই থানায় যোগাযোগে নিশ্চিত হন যে-পুলিশ ফোর্স সাস এনজিওতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বেআইনি জাল টাকা জব্দ এবং একজন কর্মকর্তাকে গ্রেফতার ও থানায় মামলা রুজুকরে আইনি জিজ্ঞাসাবাদ চলমান আছে। থানার ও/সিকে এবিষয় জিজ্ঞাসা করলে তিনি প্রাথমিক ভাবে এনজিওর কার্যক্রমের উপর সন্দেহ জনক দৃষ্টিপাত জারি রেখে দ্রুত তদন্তের জন্য পুলিশের এক কর্মকর্তার উপর দায়িত্ব অপনের বিষয় নিশ্চিত করেন।
Leave a Reply