হাওরের কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি এবছর প্রচুর ধান উৎপাদন হয়ছে বলে জানাচ্ছেন হাওরের কৃষকেরা।কিশোরগঞ্জের ইটনা উপজেলা হাওরের কৃষকদের সাথে কথা বলে জানা গেলো এ বছর অন্য বছরের তুলনায় অনেক বেশি ধান উৎপাদন হয়েছে।তাই সবার মুখে আনন্দের হাসি।বৈশাখী ধান কাটার আনন্দকে বরন করে নিয়েছে হাওরের সাধারণ কৃষক, কৃষাণী,বৃদ্ধ,শিশুসহ প্রত্যেকে, আনন্দের হাসি চোখেমুখে
সরাসরি কথা বলি কৃষক উজ্জ্বল মিয়ার সাথে। তিনি বলেন অনেক বেশী ধান পেয়েছি আলহামদুলিল্লাহ।কিন্তু খরচের তুলনায় তেমন দাম পাওয়া যাচ্ছে না।আরেক কৃষক হবি মিয়া বলেন ধান ভালো হলে ও দাম তেমন পাচ্ছি না।এ বছর বৃষ্টি না হওয়ায় খরা ছিলো হাওরে সেচের খরচ বেড়েছে, তাতে দেখা দিয়েছিলো বিভিন্ন রোগবালাই। তার সাথে বীজ,সারকীটনাশকসের মূল্য ও ছিলো অনেক বেশি।কৃষি অফিসের তথ্য মতে এ বছর ইটনা উপজেলায় ধান উৎপাদন হয়েছে ২৭২৮০ হেক্টর জমিতে।কৃষি অসিস্যার উজ্জল সাহা বলেন আমরা নিয়মিত মাঠের কৃষকদের কে পরামর্শ দিয়ে এসেছি।
মোহাম্মদ রাসেল,কিশোরগঞ্জ(ইটনা,অষ্টগ্রাম,মিটামইন)
Leave a Reply